বাড়িতে আগুন, প্রাণে বাঁচলেন অভিনেত্রী পূজা

gbn

টলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী পূজা ব্যানার্জি বড়সড় এক দুর্ঘটনা থেকেই বেঁচে গেলেন। বাড়িতে আগুন লেগে গিয়েছিল অভিনেত্রীর। তবে তাঁর ও পরিবারের কারো ক্ষতি হয়নি। বিষয়টি সামাজিক মাধ্যমে জানিয়েছেন অভিনেত্রী নিজেই।

অভিনেত্রী জানিয়েছেন, গ্যাস সিলিন্ডার লিক করে আগুন লেগে যায় বাড়িতে। বড়সড় কোনো ক্ষতি হয়নি। তবে অল্পের জন্য রক্ষা পেয়েছেন পূজা ও তাঁর পরিবার।

 

একাধিক ভারতীয় প্রতিবেদন অনুসারে, বুধবার সকালে ঘটনাটি ঘটেছে।

 

ইনস্টাগ্রাম স্টোরিতে পূজা লিখেছেন, ‘একটুর জন্য আজ বেঁচে গেলাম। বাড়িতে আগুন লেগে গিয়েছিল। ভগবানের অশেষ কৃপা যে আমাকে আর আমার পরিবারকে এই মারাত্মক দুর্ঘটনার হাত থেকে রক্ষা করেছে।’

পূজার এই পোস্ট দেখে ভক্তরাও উদ্বেগ প্রকাশ করেছেন।

মন্তব্য করে জানাচ্ছেন নিজেদের উদ্বেগের কথা। অভিনত্রেী ও তাঁর পরিবার সন্তুষ্ট আছেন, এতে স্বস্তি প্রকাশ করছেন সবাই। 

 

 

গত ২ জানুয়ারি পূজার আসন্ন চলচ্চিত্র ক্যাবারেটের কলাকুশলীদের ফার্স্ট লুক প্রকাশ্যে এসেছে। পূজা ব্যানার্জি, সত্যম ভট্টাচার্য, শান্তিলাল মুখোপাধ্যায় এবং উৎসব মুখোপাধ্যায় অভিনীত পিরিয়ড ড্রামা ক্যাবারেট প্রথম লুকেই বাজিমাত করেছে। ছয়ের এবং সাতের দশকের আঙ্গিকে কলকাতা এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় শুট করা হয়েছে এটি।

ক্যাবারেট ড্যান্সার মিস এলিনার চরিত্রে দেখা যাবে পূজাকে। আর নকশাল জঙ্গির ভূমিকায় থাকছেন সত্যম ভট্টাচার্য। তাঁর চরিত্রের নাম স্বরূপ। একটি প্রত্যন্ত গ্রামের এক অল্পবয়সী মেয়ের কলকাতার সেরা ক্যাবারেট নৃত্যশিল্পীর মুকুটপ্রাপ্তির গল্প বলবে আড্ডা টাইমসের ক্যাবারেট।

 

ছয় ও সাতের দশকের সমসাময়িক প্রেম, উগ্র রাজনীতি, সামাজিক স্তরবিন্যাস, শ্রেণিসংগ্রাম এবং মানবিক সম্পর্কের অধীনে তৈরি হয়েছে ক্যাবারেটের গল্প। এই চরিত্রে অভিনয় করে পূজা বলেন, ‘আমি সব সময় মিস এলিনার মতো একটি চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করতে চেয়েছিলাম। ক্যাবারেটে খুব সুন্দর একটা প্রেমের গল্প রয়েছে। একজন অভিনেতা হিসেবে আমি খুব কম সুযোগ পেয়েছি। মিস এলিনার চরিত্রে অনেকগুলো শেড রয়েছে। ক্যাবারেট মুক্তির পর সেগুলো সবাই দেখতে পাবে।’

টলিউডের একসময়ের ব্যস্ত অভিনেত্রী পূজা অনেক দিন বড় পর্দা থেকে দূরেই ছিলেন। বাংলার পাশাপাশি হিন্দি ছবিতেও কাজ করেছেন পূজা। এবার ক্যাবারেট ড্যান্সার হয়ে দর্শকের দরবারে ধরা দিতে আসছেন টলিউডের হট অ্যান্ড বোল্ড বিউটি পূজা ব্যানার্জি। ক্যাবারেট নর্তকি চরিত্রে পূজার ফার্স্ট লুকও দর্শকের প্রশংসা কুড়িয়েছে। ২৬ জানুয়ারি মুক্তি পাবে ক্যাবারেট।

জিবিডেস্ক //

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন