প্যারাসাইট অভিনেতা লি সানের লাশ উদ্ধার

gbn

অস্কারজয়ী চলচ্চিত্র `প্যারাসাইট' এর অভিনেতা লি সান-কিউনকে (৪৮) মৃত অবস্থায় পাওয়া গেছে। দক্ষিণ কোরিয়ার পুলিশের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। বুধবার রাজধানী সিউলের একটি পার্কে গাড়িতে অচেতন অবস্থায় পাওয়া যায় এ অভিনেতাকে। 

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, লি সান আত্মহত্যা করেছেন কিনা তা স্পষ্ট নয়।

গত অক্টোবর থেকে অবৈধ মাদক সেবনের অভিযোগে তদন্ত চলছিল লির বিরুদ্ধে। তিনি দাবি করেছিলেন, তাঁকে মাদক সেবনে প্ররোচিত করা হয়েছিল।

 

লি সান প্যারাসাইটে পার্ক ডং-ইক চরিত্রে অভিনয় করেছেন। ধনাঢ্য পার্ক পরিবারে নানা কৌশলে অনুপ্রবেশ করেন একটি দরিদ্র পরিবারের সদস্যরা।

 ২০১৯ সালে মুক্তি পাওয়া প্যারাসাইট ২০২০ সালে অস্কারে সেরা সিনেমাসহ চারটি পুরস্কার পায়।

জিবিডেস্ক //

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন