মুক্তির তালিকায় বাংলাদেশেই প্রথম ‘অ্যাকোয়াম্যান অ্যান্ড দ্য লস্ট কিংডম’

gbn

আগামী শুক্রবার বিশ্বব্যাপী মুক্তি পেতে যাচ্ছে অ্যাকোয়াম্যান-এর সিক্যুয়াল ‘অ্যাকোয়াম্যান অ্যান্ড দ্য লস্ট কিংডম’। তবে সারা বিশ্বের সবার আগে বাংলাদেশে মুক্তি পেয়েছে এ সিনেমাটি। আজ বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সে মুক্তি পেয়েছে ২০১৮ সালের সাড়া জাগানো ছবি অ্যাকোয়াম্যান-এর সিক্যুয়াল ‘অ্যাকোয়াম্যান অ্যান্ড দ্য লস্ট কিংডম’।

‘অ্যাকোয়াম্যান অ্যান্ড দ্য লস্ট কিংডম’ সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন আগের পর্বের জেসন মোমোয়াই।

তার সঙ্গে দেখা যাবে অ্যাম্বার হার্ড, অ্যামেলিয়া ক্লার্ক, বেন এফ্লেক, প্যাট্রিক উইলসন ও নিকোল কিডম্যানের মতো তারকাদের।

 

এর আগে ২০১৮ সালে অ্যাকোয়াম্যান সিনেমার প্রথম কিস্তির প্রিমিয়ার হয় লন্ডনে। ওই বছরই যুক্তরাষ্ট্রে মুক্তি দেওয়া হয় সিনেমাটি। বিশ্বব্যাপী রেকর্ড ১.১৪৮ বিলিয়ন ডলার আয় ঘরে তুলে আনে অ্যাকশনে ভরপুর সিনেমাটি।

এখন পর্যন্ত ডিসি কমিক্সের কোনো চরিত্রের ওপর নির্মিত ফিল্মের সর্বোচ্চ আয়ের সিনেমা এটি। ধারণা করা হচ্ছে, দ্বিতীয় পর্ব দিয়েও দুনিয়া জুড়ে ঝড় তুলবে সমুদ্র মানব। এ ছবি বছরের শীর্ষ ব্যবসাসফল ছবির তালিকায় ভালোভাবেই জায়গা করে নেবে।

 

সিনেমায় অ্যাকোয়াম্যান চরিত্র নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছেন জেসন মোমোয়া।

অ্যাকশন দৃশ্যগুলোতে আর্থার একাই একশো, বিশালদেহী মোমোয়ার কারণে তার ক্ষমতাগুলোও একবারের জন্যও অবাস্তব মনে হয়নি। প্রত্যুৎপন্নমতি মেরার চরিত্রে অভিনয় করেছেন অ্যাম্বার হার্ড। আর আর্থার কারির মা হিসেবে অভিনয় করেছেন নিকোল কিডম্যান। পরিচালক জেমস ওয়ানসহ আগের ছবির প্রায় সবাই আছেন এ ছবিতে।

জিবিডেস্ক //

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন