মৌলভীবাজারে অনাকাংঙ্খিত গর্ভরোধকল্পে ত্রৈমাসিক সম্বনয় সভা

মৌলভীবাজার প্রতিনিধি\ নিরাপদ এম,আর,এম সেবা নিশ্চিত করার লক্ষ্যে অনাকাংঙ্খিত গর্ভরোধকল্পে জেলা অ্যাডভোকেসি ওয়াকিং গ্রপ এর উদ্যোগে ত্রৈমাসিক সম্বনয় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল (১৪ডিসেম্ভর) বৃহস্পতিবার মেরিষ্টোপস বাংলাদেশের আয়োজনে এবং ক্লিটন হেলথ একসেস ইনিসিটিভ’র সহযোগিতায় মৌলভীবাজার রেষ্ট ইন হোটেলের নিউটন হলরুমে ত্রৈমাসিক সম্বনয় সভা অনুষ্ঠিত হয়। মৌলভীবাজার পরিবার পরিকল্পনা বিভাগ জেলা কার্য্যালয়ের উপপরিচালক খন্দকার মাহবুবুর রহমানের সভাপতিত্বে এবং সহকারি পরিচালক (ক্লিনিক) ডা: বিশ্বজিত ভৌমিক’র পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা সিভিল সার্জন প্রতিনিধি ডা. মুরাদ আলম,জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শায়েদা আকতার। স্বাগত বক্তব্য রাখেন মেরিষ্টোপস বাংলাদেশের প্রেগ্রাম অফিসার নাজিয়া শবনম। ত্রৈমাসিক সম্বনয় সভায় বক্তব্য রাখেন সদর উপজেলা মহিলা ভাইস চেয়াম্যান শাহিন রহমান, মৌলভীবাজার পৌরসভার কাউন্সিলর জিমি বেগম,মৌলভীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পান্না দত্ত,সাংবাদিক হাসানাত কামাল,নজরুল ইসলাম মুহিব প্রমুখ। সভায় মেরিষ্টোপস বাংলাদেশ পক্ষে জানানো হয়, মৌলভীবাজার জেলার ৪টি উপজেলার ১২টি ইউনিয়নে আনাকাংঙ্খিত গর্ভধারণ প্রতিরোধে পাইলট কার্যক্রম শুরু করা হয়। অনাকাঙ্গিত গর্ভরোধকল্পে এম,আর,এম সেবার সহজলভ্যতা ও গ্রহনযোগ্যতা বৃদ্ধি প্রয়োজন। মেরিষ্টোপস বাংলাদেশ দীর্ঘদিন ধরে নিরাপদ এম,আর,এম সেবা নিশ্চিত করার লক্ষ্যে অগ্রণী ভুমিকা পালন করে আসছে তারই ধারাবাহিকতায় এই আনাকাংঙ্খিত গর্ভধারণ প্রতিরোধে পাইলট কার্যক্রম। মৌলভীবাজার জেলার জেলা অ্যাডভোকেসি ওয়াকিং গ্রæপ এর ১২জন অংশ গ্রহন করেন। ছবি ২টি

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন