গায়েহলুদে কেমন সাজলেন সৌরভ-দর্শনা?

gbn

আজ বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন জনপ্রিয় ওয়েব সিরিজ মন্টু পাইলট খ্যাত অভিনেতা সৌরভ দাস এবং চলচ্চিত্র তারকা দর্শনা বণিক। এরই মধ্যে বিয়ের সব প্রস্তুতি শেষ করে ফেলেছে দুই পরিবার। দুই দিন আগে থেকেই বাড়িতে আত্মীয়-স্বজনরা চলে এসেছেন। বন্ধুদের নিয়ে খাওয়াদাওয়া, হুল্লোড় চলছে।

এদিকে বিয়ের আগে আজ সকালে হয়ে গেছে গায়েহলুদ। সকাল থেকেই শুরু হয়েছিল এই আয়োজন। ভারতীয় গণমাধ্যমের সূত্রে জানা গেছে, গায়েহলুদের সকালে সাদা পাঞ্জাবি আর সাদা ধুতিতে দেখা গেছে সৌরভকে। অন্যদিকে অনুষ্ঠানের সঙ্গে মিল রেখে হলুদ রঙের শাড়িতেই দেখা গেছে বিয়ের কনেকে।

বলা যায়, দর্শনা পরেছেন হলুদ রঙের সিল্ক শাড়ি। 

 


বিয়ের দিন রুপার কাজ করা বেনারসি আর সাবেকি সোনার গয়নায় সাজার কথা নায়িকার। কলকাতার বাইপাসের ধারে একটি ব্যাঙ্কোয়েটে বসবে তাঁদের বিয়ের আসর। আমন্ত্রণ জানানো হয়েছে অনেক তারকাকেই।

জানা যায়, খাবারে থাকবে বাঙালিয়ানা। 
বলে রাখা ভালো, অল্প সময়েই টালিগঞ্জ, বলিউড ও তেলুগু ছবিতে অভিনয় করে নাম করেছেন দর্শনা বণিক। বাংলাদেশে দুটি ছবিতে অভিনয় করেছেন, মডেল হয়েছেন কয়েকটি পণ্যের বিজ্ঞাপনচিত্রে। সিয়াম আহমেদ ও রোশানের সঙ্গে করেছেন ‘অপারেশন সুন্দরবন’, অন্যটি শাকিব খানের সঙ্গে—‘অন্তরাত্মা’। ছবিটি রয়েছে মুক্তির অপেক্ষায়।

এ ছাড়া চলচ্চিত্র ও ওয়েব সিরিজে চেনা মুখ সৌরভ দাস। 
সৌরভ ও দর্শনার প্রেমের গুঞ্জন বেশ কয়েক মাস থেকেই শোনা গিয়েছিল। তবে কেউই খুব একটা আমলে নেননি। তাঁদের বিয়ের খবরটা এসেছিল আচমকাই। প্রেম, বিয়ে নিয়ে বেশি কিছু বলতে চাননি তাঁরা। তবে আইবুড়োভাত, বৃদ্ধি থেকে গায়েহলুদের প্রতিটা মুহূর্তের ছবি পোস্ট করছেন তাঁরা। আর কোনো লুকোছাপা নেই।

জিবিডেস্ক //

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন