ইতালিতে ২ ট্রেনের মুখোমুখি সংঘর্ষ

ইতালিতে দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় রবিবার গভীর রাতে উত্তর ইতালিতে এই দুর্ঘটনা ঘটে। সংঘর্ষে ১৭ জন আহত হয়েছে তবে গুরুত্বরভাবে কেউ আহত হয়নি। সংঘর্ষের সময় দুটি ট্রেন কম গতিতে ছিল বলে দমকলকর্মী এবং ট্রেন অপারেটর জানিয়েছেন।

 

স্থানীয় ফায়ার সার্ভিস জানিয়েছে, এদিন ফেনজা ও ফোর্লি এলাকার মাঝামাঝি একটি উচ্চগতির ট্রেন এবং একটি আঞ্চলিক ট্রেনের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। ন্যাশনাল ট্রেন অপারেটর ট্রেনিটালিয়ার একজন মুখপাত্র এএফপিকে বলেন, ‘আহতরা সামান্য আঘাত পেয়েছে। বেশিরভাগই কাটাছেঁড়ার মতো ক্ষত।’ ঘটনার তদন্ত চলছে বলে তিনি জানান।

 

 

অগ্নিনির্বাপক কর্মীদের প্রকাশিত ছবিতে দেখা গেছে, দুটি ট্রেনের মধ্যে সংঘর্ষ হলেও আঞ্চলিক ট্রেনের সামনের অংশটি অক্ষত ছিল। ইতালির পরিবহন মন্ত্রী মাত্তেও সালভিনি বলেছেন, তিনি পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং নিশ্চিত করেছেন আহতরা সামান্য আঘাত পেয়েছেন। তিনি আরো বলেছেন, কেন এটা  ঘটেছে এবং সংশ্লিষ্টদের দায়িত্ব সম্পর্কে দ্রুত তথ্য বের করার চেষ্টা করছেন।

গত ৩১শে আগস্ট মিলান-তুরিন লাইনে রক্ষণাবেক্ষণের সময় ট্রেনের ধাক্কায় পাঁচজন রেলকর্মী মারা যাওয়ার তিন মাস পর এই দুর্ঘটনা ঘটল।

ইতালির রেলপথে ২০২০ সালে মিলানের দক্ষিণে লোদির কাছে একটি ট্রেন লাইনচ্যুত হয়ে দুই রেলকর্মী মারা যায় এবং ৩১ জন যাত্রী আহত হয়। ২০১৮ সালের জানুয়ারীতে মিলানের কাছে একটি ট্রেন লাইনচ্যুত হলে, তিনজন নারী মারা যায় এবং প্রায় ১০০জন আহত হয়। রক্ষণাবেক্ষণের অভাবে দুর্ঘটনাটি ঘটেছিল।

জিবিডেস্ক //

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন