দুই দিন আগেই ফেসবুক পোস্টে জানিয়েছিলেন, ‘আগামীকাল দারুণ কিছু হবে’। গতকাল জানা গেল সেই ‘দারুণ কিছু’। একটি কসমেটিকস রিটেইল চেইনের শুভেচ্ছাদূত হয়েছেন পরীমনি। ফেসবুকে প্রতিষ্ঠানটির কর্তাব্যক্তিদের উপস্থিতিতে চুক্তি স্বাক্ষরের ছবি প্রকাশ করে খবরটি জানালেন ‘স্বপ্নজাল’ অভিনেত্রী।
এক সপ্তাহ আগে নিজের একমাত্র অভিভাবক নানা শামসুল হক গাজীর মৃত্যুতে শোকের সাগরে ভেসেছিলেন পরী। শোক কাটিয়ে কবে কাজে ফিরবেন, সে অপেক্ষায় ছিলেন ভক্ত-অনুরাগীরা।
এর আগে শুক্রবার ঢাকার বাসায় মিলাদ দিয়েছিলেন অভিনেত্রী। তখন জানান, ‘এভাবেই সব স্বাভাবিক হয়ে যাবে ধীরে ধীরে।
তা-ই তো হয়। নানু আছে আমার নিঃশ্বাসে। আছে আমার জীবনের সবখানেই।’
জিবিডেস্ক //
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন