বিশ্বকাপের ট্রফিতে পা, খেপলেন ঋতুপর্ণা-উর্বশী

gbn

সম্প্রতি ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে ভারতের হাত থেকে বিশ্বকাপ ছিনিয়ে নিয়েছে ক্রিকেটের পরাশক্তি অস্ট্রেলিয়া। এতে করে ভারতের ১৪০ কোটি মানুষের হৃদয় ভেঙেছে। তবে বিশ্বকাপ জয়ের পর অস্ট্রেলিয়া ক্রিকেট দলের একটি ছবি ভাইরাল হওয়ার পর ভারতীয়রা আরো আঘাত পেয়েছেন। স্বপ্নের বিশ্বকাপে কিনা পা তুলে বসে আছেন অস্ট্রেলিয়ান ক্রিকেটার মিচেল মার্শ! ছবিতে দেখা যাচ্ছে, মিচেল মার্শ দুই পা ট্রফির উপর তুলে রিল্যাক্সড মুডে ক্যামেরায় দিকে তাকিয়ে পোজ দিয়েছেন।

যে দৃশ্য মনে নিতে পারেছেন না ভারতীয় নাগরিকরা। সামাজিক মাধ্যমে হচ্ছে তুমুল সমালোচনা। 

 

তবে শুধু সাধারন মানুষই নয়, তারকারাও তুমুল খেপেছেন এই ছবি দেখে। অস্ট্রেলিয়া দলের দাম্ভিকতার নিন্দা জানিয়ে করছেন সমালোচনা।

এবার সেই দলে যোগ দিলেন কলকাতার অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত এবং উর্বশী রাওতেলাও। 

 

0

ঋতুপর্ণার ইনস্টাগ্রাম পোস্ট থেকে

অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত ইনস্টা হ্যান্ডলে একটি ছবি পোস্ট করেছেন। যেখানে একটি উইন্ডোতে রয়েছে মার্শের সেই ছবি অপরটিতে ট্রফির পাশে দাঁড়িয়ে ঋতুপর্ণা। পোস্টের ক্যাপশনে ক্ষোভ উগরে দিয়ে তিনি লেখেন, ‘একটি স্বনামধন্য সংবাদ সংস্থার সৌজন্যে মর্যাদাপূর্ণ বিশ্বকাপের ট্রফিটিকে দেখার এবং স্পর্শ করার সুযোগ পেয়েছিলাম।

যে মুহূর্তটার জন্য আমি গর্বিত। এই বিশেষ ট্রফিটির মর্যাদা,মূল্যবোধ আমি উপলব্ধি করতে পেরেছি। ওই ঘটানা ভীষণ হতাশাজনক। বিশ্বকাপের সম্মান খর্ব করা হয়েছে। একটা বিশ্বকাপ জয়ী দলের কাছে ট্রফি নিয়ে এই ধরণের আচরণ মোটেই গ্রহণযোগ্য নয়।

 

সামাজিক মাধ্যমে মিচেল মার্শকে কথা শোনাতে ছাড়েননি গ্ল্যাম কুইন ঊর্বশী রাওতেলাও। তিনিও বেশ কয়েক ছবি পোস্ট করেছেন। যার কোনোটিতে বিশ্বকাপ মাথায় করে রেখেছেন কপিল দেব, তো কোনোটায় ঘুমানোর সময় কাপকে জড়িয়ে ঘুমাচ্ছেন ফুটবল তারকা মেসি। মার্শকে খোঁচা মেরে অভিনেত্রী লিখেছেন, ‘ভাই, একটু তো সম্মান প্রদর্শন কর।’ হ্যাশট্যাগে লেখা, ‘মিচেল মার্শ বিশ্বকাপের উপর পা রেখে একেবারে কুল।’

এবারের ফাইনালে বিশ্বকাপের ট্রফি উন্মোচন করেছেন ভারতীয় অভিনেত্রী ঊর্বশী রাওতেলা। গত সেপ্টেম্বর মাসে আইফেল টাওয়ারের সামনে দাঁড়িয়ে পোজ দিয়ে ছবিটি শেয়ার করেছিলেন। ট্রফিকে চুম্বন দিতেও দেখা যায় তাকে। মার্শকে কটাক্ষ করা পোস্টে শেয়ার করা ছবিগুলোর মধ্যে এটিও রেখেছেন তিনি।

জিবিডেস্ক //

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন