‘জায়েদ খান এন্টারটেইনিং’, বললেন তামিম

gbn

জায়েদ খান মানেই বিনোদন! সেটা অনলাইন হোক বা অফলাইন। এমন একটা স্বীকৃতি দিলেন ক্রিকেটার তামিম ইকবাল। জায়েদ খান সম্পর্কে তার ভাষ্য- এন্টারটেইনিং তিনি। বললেন, নায়কদের ‘মুভিতে অনেক কিছু করতে হয়।

জায়েদ খানও করেছেন। এটা ভালো।’ একটি অনলাইন শোতে এসে জায়েদ খানের প্রশংসা করলের তিনি। বিষয়টি নিয়ে আপ্লুত জায়েদ খানও।

 

শুক্রবার রাতে শোতে হাজির হয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট দলের অভিজ্ঞ এই ওপেনার। এর আগে একই শোতে এসেছিলেন অভিনেতা জায়েদ খানও। শো চলাকালীন ক্রিকেটার তামিম ইকবাল দুই উপস্থাপক রাফসান সাবাব ও আমিন হান্নানের কাছে জানতে চান, ‘আপনারা তো অনেক শো করেছেন। কোন শোটা ভালো হয়েছে?’ রাফসান অবশ্য জানান, তিনি এই শোতে আজই যোগ দিয়েছেন।

কিন্তু আমিন বেশ কয়েকটা করে ফেলেছে। যদিও দুই উপস্থাপক বারবার তামিমের মন রক্ষার্থে বলার চেষ্টা করছিলেন এই শোটাই সেরা। কারণ এখানে তিনি আছেন।’

 

তামিম বলছিলেন, ‘আমারটা বাদ দিয়ে বলুন। উপস্থাপকদ্বয় খানিকটা দ্বিধাগ্রস্ত হয়ে পড়েন।

পরে অবশ্য তামিমই বলেন, ‘কেন জায়েদ খান? জায়েদ খান ভাইয়ের? তখন উপস্থাপক বলেন, হ্যাঁ হ্যাঁ জায়েদ খান। তিনি আমাদের সঙ্গে আনন্দ করেছিলেন। আপনি শোটা দেখেছিলেন?’

 

তামিম বলেন, 'হ্যাঁ, পুরো শো দেখার সুযোগ হয়নি। তবে ক্লিপস দেখেছি, উনি তো নেচেছেন। এটা খুবই ভালো ছিল। মানুষ এ রকম শোগুলোতে আসেই বিনোদন নিতে। সেই জায়গা থেকে এটা বেশ ভালো ছিল। আর ওনার ব্যাকগ্রাউন্ড এন্টারটেইনিং। বেশ ভালো।’ আরেকজন উপস্থাপক বললেন, হ্যাঁ, ওনার জন্য ডিগবাজি তো ডাউন টু উইকেট। পরে আরো কিছু প্রশংসাসূচক বাক্য যুক্ত করেন।

বিষয়টি নিয়ে জায়েদ খান বলেন, ‘তামিম ইকবালের কাছ থেকে প্রশংসা পাওয়া আমার জন্য অনেক সম্মানের। আমি আনন্দিত। উনি আমার খুব প্রিয় একজন খেলোয়াড়।’

এর আগে এই শোতে এসে জায়েদ খান ডিগবাজি খেয়ে নেচেছিলেন। পাশাপাশি জানিয়েছিলেন, তার জন্য এক মেয়ের ব্রেক আপ হয়ে যায় ও হাতে তার নাম লেখায় আরেক মেয়ের বিয়ে ভেঙে যেতে ধরেছিল।

জিবিডেস্ক //

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন