‘ফ্লপ কুইন’ কঙ্গনা!

gbn

সময়টা মোটেও ভালো যাচ্ছে না বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের। একের পর এক সিনেমা ফ্লপ করছে বক্স অফিসে। শেষ কবে হিটের দেখা পেয়েছেন অভিনেত্রী, সেটি বলাই মুশকিল! সম্প্রতি মুক্তি পেয়েছে কঙ্গনার দেশাত্ববোধক সিনেমা ‘তেজাস’। বাস্তব ঘটনা অবলম্বনে নির্মিত সিনেমাটি ঘিরে অনেক প্রত্যাশা ছিল অভিনেত্রীর।

তবে এটিও রীতিমতো মুখ থুবড়ে পড়েছে বক্স অফিসে। এমনকি সিনেমার বাজেটও তুলতে পারেনি প্রেক্ষাগৃহের আয়ে!

 

মুক্তির পর থেকেই দর্শকমহলে তেমন একটা সাড়া ফেলতে পারেনি ‘তেজাস’। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, সিনেমাটি প্রেক্ষাগৃহ থেকে উঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছে কর্তৃপক্ষরা। বলিউড সূত্রে জানা গেছে, এবার ৫০ কোটি রুপির লোকসান গুনতে হয়েছে কঙ্গনা রানাওয়াতকে।

রনি স্ক্রিওয়ালা প্রযোজিত সিনেমাটি ২৭ অক্টোবর মুক্তি পায়।  দুই সপ্তাহে মাত্র ৪.২৫ কোটি টাকা আয় করেই থেমে গেছে ‘তেজাস’-এর দৌড়।

 

1

আনুমানিক ৭০ কোটি টাকা ব্যয় করে এই সিনেমা তৈরি হয়েছে। দেশে আয় করতে পারেনি সেভাবে, এমনকি বিদেশের মাটিতে মাত্র ৭০ লক্ষ টাকার ব্যবসা করেছে।

‘তেজাস’-এর ওটিটি স্বত্ব, স্যাটেলাইট এবং মিউজিক স্বত্ব বিক্রি করে সবমিলিয়ে প্রযোজকের হাতে এসেছে ১৭ কোটি রুপি। শুধু যে প্রযোজকের কপালে ভাঁজ পড়েছে তাই নয়, সিনেমার এমন ব্যবসা কঙ্গনা রানাওয়াতের ক্যারিয়ারের জন্যও উদ্বেগজনক বলে মনে করছেন চলচ্চিত্র বাণিজ্য বিশ্লেষকরা।

 

‘কুইন’-এর মতো হিট এবং সমালোচকদের কাছে প্রশংসিত সিনেমার অভিনেত্রী কঙ্গনাকে এখন অনেকেই ফ্লপ কুইন খেতাব দিতে শুরু করেছে। এ নিয়ে পর পর ৫টি সিনেমা ফ্লপ কঙ্গনার। ‘থালাইভি’ নিয়ে প্রত্যাশা থাকলেও একদম ভরাডুবি হয়েছে সেটির।

৮৫ কোটির ‘ধাকাড়’ বক্সঅফিসে আশার আলো দেখাতে পারেনি। সেপ্টেম্বর মাসে মুক্তিপ্রাপ্ত ‘চন্দ্রমুখী ২’র রেজাল্টও খুব খারাপ! এর আগে কঙ্গনার ‘জাজমেন্টাল হ্যায় ক্যায়া’, ‘পাঙ্গা’র মতো সিনেমাও হিটের মুখ দেখেনি। এবার যুদ্ধ বিমানের পাইলটের চরিত্রে দেশপ্রেমের ব্যানারও কাজে লাগল না! বক্স অফিসে ব্যর্থ কঙ্গনা! এককথায়, ফ্লপের দিক থেকে রেকর্ড গড়ে ফেলেছেন এই অভিনেত্রী।

জিবিডেস্ক //

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন