‘ইন্ডিয়ান পুলিশ ফোর্স’ সিরিজ মুক্তির নতুন তারিখ ঘোষণা

gbn

আগামী জানুয়ারিতে আসছে রোহিত শেঠি নির্মিত বহুল প্রতীক্ষিত ওয়েব সিরিজ ‘ইন্ডিয়ান পুলিশ ফোর্স’৷ শনিবার প্রকাশ্যে এসেছে এর নতুন পোস্টার। পোস্টারে দেখা মিলল তিন তারকার। সিদ্ধার্থ মালহোত্রা, শিল্পা শেঠি ও বিবেক ওবেরয়কে দেখা গেল অ্যাকশন লুকে। ওটিটি প্ল্যাটফরম অ্যামাজন প্রাইম ভিডিওতে মোট সাতটি পর্বে দেখা যাবে সিরিজটি।

 

অ্যাকশন সিকোয়েন্সে ভরপুর এই সিরিজ নিয়ে দর্শকমহলে উত্তেজনা ছিল প্রথম থেকেই। সিরিজের কিছু প্রমো আর ক্যামেরার পেছনের দৃশ্য প্রকাশ্যে আসার পর থেকে সিরিজটি নিয়ে ভক্ত-অনুরাগীদের মধ্যে আগ্রহ আরো বেশি দেখা যায়। নতুন পোস্টার প্রকাশ্যে এনে সেই উত্তেজনাকে আরো বাড়িয়ে দিলেন রোহিত শেঠি। ইনস্টাগ্রামে সিরিজের পোস্টার শেয়ার করে তিনি লেখেন, “আপনারা আমাদের ভালোবাসা দিয়েছেন এবং আজ আমরা যেখানে, সেখানে আপনারাই পৌঁছে দিয়েছেন ‘সিঙ্ঘম’, ‘সিঙ্ঘম রিটার্নস’, ‘সিম্বা’ ও ‘সূর্যবংশী’র মাধ্যমে।

এবং আমি নিশ্চিত, আপনারা প্রেক্ষাগৃহে এসে ‘সিঙ্ঘম রিটার্নস’ দেখেও একই পরিমাণ ভালোবাসা দেবেন। কিন্তু তার আগে আমরা নিয়ে আসছি আমাদের ডিজিটাল কপ ইউনিভার্স! ইন্ডিয়ান পুলিশ ফোর্স। আমার নতুন অফিসারদের সঙ্গে আলাপ করুন আগামী ১৯ জানুয়ারি ২০২৪ থেকে, অ্যামাজন প্রাইম ভিডিওতে।’’

 

অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা এ পোস্টার শেয়ার করেছেন।

লিখেছেন, ‘লোকেশন পরিষ্কার। টার্গেট লকড। ফোর্স আসছে। রোহিত শেঠির কপ ইউনিভার্সের জন্য রিপোর্ট করছি, সশস্ত্র এবং স্ট্রাইকের জন্য তৈরি।’

 

এর আগে এই ‘ইন্ডিয়ান পুলিশ ফোর্স’-এর মুক্তি পাওয়ার কথা ছিল ২০২৩- অর্থাৎ চলতি বছরের দীপাবলিতে।

কিন্তু তা পিছিয়ে মুক্তির আনুমানিক তারিখ স্থির করা হয় ৮ ডিসেম্বর। যদিও প্রথমে মনে করা হয় যে সালমান খান ও ক্যাটরিনা কাইফের ‘টাইগার ৩’-এর জন্য তারিখ পিছিয়ে দেওয়া হয়, পরবর্তীকালে জানা যায় যে ভিএফএক্সের প্রচুর কাজ ও পোস্ট প্রডাকশনের কাজ বাকি থাকায় রোহিত শেঠির সিরিজ পরে মুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়।

জিবিডেস্ক //

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন