মাসা আমিনির টি-শার্ট গায়ে অ্যান হ্যাথাওয়ে

gbn

ইরানের নারীবাদী আইকন মাসা আমিনির নাম সম্বলিত টি-শার্ট পরে হাজির হলেন হলিউড অভিনেত্রী অ্যান হ্যাথাওয়ে। সম্প্রতি একটি অনুষ্ঠানে অভিনেত্রীর গায়ে মাসা আমিনির নাম লেখা পোশাক দেখা গেছে। 

শুক্রবার এবিসি-এর ‘দ্য ভিউ’তে উপস্থিত ছিলেন এই হলিউড অভিনেত্রী। তিনি একটি নারীবাদী টি-শার্ট পরে হাজির হয়েছেন যাতে লেখা ছিল ইরানের নারীবাদী আইকন মাহসা আমিনির নাম।

 

মাসা আমিনির নামমুদ্রিত সাদা টি-শার্ট পরেই অনুষ্ঠানে হাজির হয়ে ক্যামেরার সামনে পোজ দেন অভিনেত্রী। প্রয়াত ইরানী নারীকে সম্মান করে গর্বের সাথেই টি-শার্টটি পরেছিলেন অভিনেত্রী যা অনুরাগীদের মাঝেও বেশ সাড়া ফেলেছে। 

1

২০২২ সালে জনসমক্ষে হিজাব না পরার জন্য মাসা আমিনিকে গ্রেপ্তার করার পরে পুলিশি হেফাজতে মৃত্যু হয় তার। এরপর ইরানে নারী অধিকার আন্দোলন ব্যাপকভাবে গর্জন করে উঠে এবং তুমুল বিক্ষোভের জন্ম দেয়।

এখনো সেই বিক্ষোভ অব্যাহত রয়েছে। এর আগেও অনেক জনপ্রিয় তারকা ইরানে নারী অধিকারের আন্দোলনকে সমর্থন করেছিলেন। এবার মাসা আমিনির প্রতি নিজের শ্রদ্ধা জানিয়ে এই পোশাক পরলেন অ্যান হ্যাথওয়ে। তবে ‘প্রিন্সেস ডায়েরি’খ্যাত অভিনেত্রীই প্রথম তারকা নন যিনি আমিনি টি-শার্ট পরিধান করেছেন।

এর আগে হলিউড অভিনেত্রী জেসিকা চ্যাস্টেইন মাশা আমিনির মর্মান্তিক মৃত্যুর দুই মাস পরে ২০২২ সালের নভেম্বর মাসে একই টি-শার্ট পরিধান করে ইরানের নারীদের প্রতি নিজের সমর্থন ব্যক্ত করেছেন। 

 

হ্যাথওয়ে তার নতুন সিনেমা ‘শি কাম টু মি’-এর প্রচারে ব্যস্ত রয়েছেন। সিনেমাটি শুক্রবার মুক্তি পেয়েছে।  রেবেকা মিলারের লেখা ও পরিচালনায় এতে মুল ভূমিকায় অভিনয় করেছেন অ্যান হ্যাথওয়ে। আরো রয়েছেন পিটার ডিঙ্কলেজ ও মারিসা টমে।

জিবিডেস্ক //

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন