‘খুফিয়া’ দেখে বাঁধনে মুগ্ধ বন্যা মির্জা

gbn

বলিউডে অভিষেক হলো বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী বাঁধনের। সদ্যই নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে আজমেরী হক বাঁধন অভিনীত হিন্দি ওয়েব ফিল্ম ‘খুফিয়া’। এ সিনেমার মাধ্যমেই শুরু হল বাঁধনের বলিউডযাত্রা। মুক্তির পর থেকে প্রশংসা কুড়াচ্ছেন বাঁধন।

ভারত ও বাংলাদেশের সিনে তারকারাও বাঁধনের অভিনয়ে সন্তুষ্ট। এবার বাঁধনের প্রতি মুগ্ধতা প্রকাশ করলেন জনপ্রিয় অভিনেত্রী বন্যা মির্জা।

 

ফিল্মটি দেখে মুগ্ধতার কথা জানিয়ে বন্যা মির্জা সামাজিক যোগাযোগ মাধ্যমে বাঁধনের প্রশংসা করেছেন। বন্যা মির্জা লিখেছেন, ‘একজন লাক্স ফটো সুন্দর, ভারী মেকআপ করে তিনি কেবল মাত্র সুন্দরের প্রতিযোগিতায় অংশ নিয়ে যা শিখেছিলেন, তাই সম্বল করে বাংলাদেশের টেলিভিশন মিডিয়ার তারকা হয়েছেন।

তার হয়ত জানা বোঝার দরকার হয়নি যে, অভিনেতা হতে হবে। অনেক ঝড় সামাল দিয়ে তিনি জেনেছেন, তারকা না অভিনেতা হতে হবে। তার জন্য নিজেকে একটু একটু করে তৈরি করেছেন।’

 

1

অভিনেত্রী বাঁধন

বাঁধনের অভিনয়ে মুগ্ধতা প্রকাশ করে বন্যা মির্জা আরও লিখেছেন, ‘আজমেরী হক বাঁধন তুমি করে দেখালে।

আর আমরা দেখলাম যে, কীভাবে একজন নটীর জন্ম হয়! বাঁধন কানে গেছেন। দারুণ অভিনয় করেছেন। তবু আমি বাঁধনকেই দেখেছি। আমি হিন্দি সিনেমার ফ্যান না। বাঁধনের জন্যই দেখেছি।

কিন্তু কোথাও আমি তাকে দেখিনি! হিনাকে দেখলাম। হিনার জীবন দেখলাম। ডায়লগ, গেসচার, এক্সপ্রেশন সব মিলে অনবদ্য। একজন অভিনেতার জীবনে এইটুকুই সত্য যে, সে হয়ে ওঠে অন্য আরেকজন! আমি অভিভূত!’

 

গুপ্তচরবৃত্তি নিয়ে অমর ভূষণের বিখ্যাত উপন্যাস ‘এস্কেপ টু নো হোয়্যার’। এই উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে সিনেমাটি। এতে বাংলাদেশি মেয়ে হিনা চরিত্রে অভিনয় করেছেন বাঁধন। এছাড়াও সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন টাবু, আশিষ বিদ্যার্থী, আলি ফজল, ওয়ামিকা গাব্বিসহ আরও অনেকে।

জিবিডেস্ক //

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন