বিরাট কোহলিকে ‘জামাই’ ডাকলেন শাহরুখ খান!

gbn

ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলিকে ‘জামাই’ সম্বোধন করলেন বলিউড বাদশা শাহরুখ খান! আর শাহরুখের মুখে বিরাটের এমন সম্বোধন শুনে রীতিমতো চমকে গেছেন অনুরাগীরা। বিরাটের স্ত্রী আনুশকা শর্মার সঙ্গে শাহরুখের দারুণ সম্পর্ক তা কারো অজানা নয়। দুজনে জুটি হয়ে বেশ কয়েকটি সিনেমাও করেছেন। অন্যদিকে খেলার মাঠে বিরাট বরাবরই শাহরুখ খানের পছন্দের ক্রিকেটার।

শাহরুখ নিজেও একজন ক্রিকেট অনুরাগী। তবে হঠাৎ করে বিরাটকে জামাই ডাকলেন কেন শাহরুখ, সেই প্রশ্নের উত্তরই খুঁজছেন অনুরাগীরা।

 

সম্প্রতি এক্সে (টুইটার) আস্ক-শাহরুখ নামে সেশনে নিয়মিত ভক্তদের সঙ্গে কথোপকথনে হাজির থাকছেন শাহরুখ খান। সেখানে ভক্তদের প্রশ্নের উত্তর দেন কিং খান নিজেই।

সর্বশেষ সেশনে বিরাট কোহলির প্রশ্ন উঠতেই শাহরুখকে বিরাটের সম্পর্কে জিজ্ঞেস করা হয় এবং উত্তরে শাহরুখ যা বলেন, তা শুনে সকলেই অবাক।

 

পাবলিক ফোরামে শাহরুখ বলেন যে, ভারতীয় ক্রিকেট তারকা বিরাট কোহলি নাকি তার জামাইয়ের মতো! এরপর বিষয়টি খোলাসা করে শাহরুখ বলেছেন, তিনি বিরাটকে খুবই পছন্দ করেন এবং তাকে নিজের জামাইয়ের মতো ভালবাসেন। তিনি তার সুস্থতার জন্য প্রার্থনাও করেন।

1

বিরাটের স্ত্রী আনুশকা শর্মার ক্যারিয়ারের শুরুটা শাহরুখ খানের হাত ধরেই।

‘রাব নে বানা দি জোরি’ দিয়ে বলিউডে যাত্রা শুরু করেন আনুশকা। এরপর ‘জাব তাক হ্যায় জান’, ‘জিরো’র মতো চলচ্চিত্রেও কিং খানের সঙ্গে জুটি বেঁধে রোমান্স করেছেন আনুশকা। এবার আনুশকার স্বামী বিরাটকেই ‘জামাই’ ডেকে ভক্তদের চমকে দিলেন শাহরুখ। তবে এই মন্তব্যের মধ্য দিয়ে বিরাটের প্রতি নিজের স্নেহ ও মমতাই প্রকাশ করেছেন শাহরুখ, তা আর বুঝতে বাকি নেই অনুরাগীদের।

 

সম্প্রতি বক্স অফিসে দারুণ পারফর্ম করছে শাহরুখ খানের মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ‘জওয়ান’।

৭ সেপ্টেম্বর বিশ্বজুড়ে মুক্তি পেয়েছে এই সিনেমাটি। ইতোমধ্যে বিশ্বব্যাপী ১০০০ কোটিরও বেশি আয় করে ফেলেছে জওয়ান। এই বছরই মুক্তি পাবে শাহরুখ খানের আরেক বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‘ডানকি’। প্রথমবারের মতো রাজকুমার হিরানির সঙ্গে কাজ করছেন কিং খান। তাই সিনেমাটি ঘিরে ভক্তদের প্রত্যাশাও আকাশ সমান!

জিবিডেস্ক //

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন