দ্বিতীয়বার ভাবেননি ফারিণ, আনন্দিত সিয়াম

gbn

প্রথমবারের মতো সিনেমায় জুটি বাঁধছেন অভিনেতা সিয়াম আহমেদ ও অভিনেত্রী তাসনিয়া ফারিণ। নাম ‘পুনর্মিলনে’। নির্মাণ করেছেন মিজানুর রহমান আরিয়ান। 

২০২১ সালে ‘নেটওয়ার্কের বাইরে’ এবং ২০২৩-এ ‘উনিশ২০’ দিয়ে ওটিটিতে নিজের দাপট প্রমাণ করেছেন এই নির্মাতা। এবার কাজিনদের সম্পর্কের নানান বাঁক-মাত্রা, আনন্দ-হাসি, টুকরো অভিমান, কিছু টানাপোড়েন, সংশয় আর দ্বন্দ্বের গল্প তুলে আনলেন পর্দায়। যেটা খুব শিগগিরই মুক্তি পাবে চরকি-তে।

এ সিনেমায় আরও অভিনয় করেছেন শাশ্বত দত্ত, নূর ইমরান মিঠু, তাজনূভা জাবীন, নওবা তাহিয়া, দীপ্ত দে, জান্নাতুল ফেরদৌস কাজল, টুনটুনি হামিদ, মানস বন্দ্যোপাধ্যায়, শোয়েব মনির, হামিদুর রাহমান, গোলাম ফরিদা ছন্দা, মালা ভট্টাচার্য্য প্রমুখ।

 

কাজটি নিয়ে বেশ উত্তেজিত সিয়াম। তিনি বলেন, ‘পুনর্মিলনে একটি বন্ধুত্বের গল্প, ভালোবাসার গল্প, ফিরে আসার গল্প দেখানো হয়েছে। আমাদের দেশে ফিল গুড কাজ খুব কম হয়। আরিয়ান আমার চোখে এক অসাধারণ গল্পকথক। তার সঙ্গে আমার ছোট পর্দায় অল্প কিছু কাজ হয়েছে। কিন্তু আমি অবাক হই যে দর্শক আজও আমাদের প্রত্যেকটা কাজের কথা মনে রেখেছে।’

ফারিণের সঙ্গে প্রথমবার কাজের অভিজ্ঞতা নিয়ে তিনি বলেন, ‘ফারিণ দারুণ গুণী একজন অভিনেত্রী। তার সঙ্গে স্ক্রিন শেয়ার করে যারপরনাই আনন্দিত। আমরা এক হয়েছি খুব সুন্দর একটা গল্প বলার জন্যই। এ সিনেমা দর্শক দেখে ভালোবেসে ফেলবে। বিশেষ করে যারা যৌথ পরিবারে বড় হয়েছে, যারা বন্ধু হারিয়েছে তারা এ সিনেমা দেখে কাঁদবে। দর্শক নিজেকে আবিষ্কার করবে ভালোবাসার এক পুনর্মিলনে।’

ছোটপর্দায় ও ওটিটিতে এখন নিয়মিত মুখ তাসনিয়া ফারিণ। দর্শককের মনে পৌঁছে গেছেন নিজ অভিনয় গুণে। কিছুদিন আগে নিজের দীর্ঘদিনের প্রেমিককে বিয়ে করে নেটিজেনদের মনে রীতিমতো ঝড় তুলেছেন তিনি। ফারিণ নতুন এই কাজটি নিয়ে বলেন, ‘পুনর্মিলনের গল্প পড়ার পর দ্বিতীয়বার ভাবতে হয়নি আমাকে। নিজেকে গল্পের অংশ মনে হয়েছে। সিয়াম ভাইয়ের সঙ্গেও এ প্রথম কাজ করা হলো।’

পরিচালক মিজানুর রহমান আরিয়ান বলেন, ‘কোনো ট্যুরে গেলে বন্ধুত্ব হয়, আবার অফিস ও ইউনিভার্সিটিতে বন্ধুত্ব হয়। আমরা স্কুল-কলেজের বন্ধুত্বের গল্প দেখি। তবে একটা গল্প দেখানো হয় না, সেটা হলো কাজিনদের বন্ধুত্বের গল্প। এবার আমার গল্প হলো, কাজিনদের বন্ধুত্বের গল্প নিয়ে। আমাদের ফান, ফুর্তি ও পুনর্মিলনে সবাইকে নস্টালজিক ফিল দেবে।’

জিবিডেস্ক //

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন