প্রকাশ্যে টাইগার থ্রি’র পোস্টার, যা বললেন সালমানের সাবেক প্রেমিক

gbn

‘কিসি কা ভাই, কিসি কি জান’য়ের ব্যর্থতা ঝেড়ে ফেলে নতুন উদ্যমে তৈরি সালমান খান। এবার ভাইজানের তুরুপের তাস ‘টাইগার ৩’। যশ রাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের নতুন নিবেদন পরিচালক মণীশ শর্মার এই সিনেমা। ভারতীয় গুপ্তচর অবিনাশ রাঠোর ওরফে টাইগারের ভূমিকায় এর আগে দু’বার পর্দা কাঁপিয়েছেন সালমান। এবার হ্যাট্রিকের প্রস্তুতি সেরে ফেলেছেন ভাইজান। সঙ্গী পাক গুপ্তচর জোয়া অর্থাৎ ক্যাটরিনা কাইফ।

দিওয়ালিতে মুক্তি পেতে চলেছে এই সিনেমা, শনিবার (৩ সেপ্টেম্বর) প্রকাশ্যে এল ‘টাইগার ৩’র পোস্টার। শাহরুখ খানের ‘জওয়ান’য়ের সঙ্গে হলে মুক্তি পাবে টাইগার ৩-র টিজার। তার আগেই টাইগার ৩ নিয়ে উত্তেজনার পারদ বাড়িয়ে দিলেন নির্মাতারা। সিনেমার প্রেক্ষাপট কেমন হবে, তার আগাম ঘোষণাও সেরে ফেলল যশ রাজ ফিল্মস। পোস্টারে বড় বড় হরফে লেখা- টাইগার জিন্দা হ্যায়, ওয়ার এবং পাঠানের পরবর্তী ঘটনার ঘনঘটা উঠে আসবে এই সিনেমায়।

এদিন ইংরাজি, হিন্দি, তামিল ও তেলেগু- মোট চার ভাষায় টাইগার ৩-র পোস্টার শেয়ার করেন সালমান। লেখেন- ‘আমি আসছি, টাইগার ৩ নিয়ে এই দিওয়ালিতে।’ পোস্টারে টাইগার-জোয়ার চোখে ধরা পড়ল প্রতিশোধের আগুন। হাতে বন্দুক, গলায় টাইগারের পরিচিত স্কার্ফ, যেন যুদ্ধভূমিতে দাঁড়িয়ে রয়েছেন সালমান-ক্যাটরিনা।

 

 

 

 

 

সালমানের পোস্টে মন্তব্যের বন্যা। সবচেয়ে বেশি নজর কাড়ল তার সাবেক প্রেমিকা সংগীতা বিজলানির কমেন্ট। টাইগার লিখে আগুনের ইমোজি যোগ করেছেন সালমানের এক সময়ের বাগদত্তা।

২০১২ সালে বক্স অফিসে চমক দেখিয়েছিল এক থা টাইগার। সেই শুরু যশ রাজের স্পাই ইউনিভার্সের। এরপর টাইগার জিন্দা হ্যায় নিয়ে ফেরেন সালমান। ব্লকবাস্টার হিট সেই সিনেমার তৃতীয় কিস্তি টাইগার ৩। এবারও বদলে গেছে পরিচালক। ব্যান্ড বাজা বারাত, ফ্যান খ্যাত মণীশ শর্মা রয়েছেন টাইগার ৩ পরিচালনার দায়িত্বে। এই সিনেমায় থাকছেন ইমরান হাশমি, রেভতি, রণবীর শোরে, ঋদ্ধি ডোগরা ও বিশাল জেঠওয়ারা। তবে সবচেয়ে বেশি চর্চায় শাহরুখের ক্যামিও অ্যাপিয়ারেন্স।

টাইগার যেমন পাঠান’র ত্রাতা হয়ে উঠেছিলেন। এবারও তেমনকিছু ধামাকা ঘটবে বলে আশাবাদী সবাই। খবর, পাঠান ও টাইগারের সিকুয়েন্সটির জন্য ৩৫ কোটি টাকা খরচ করে সেট তৈরি করেছিল যশ রাজ ফিল্মস। পর্দায় সেই চমক দেখতে অপেক্ষা দিওয়ালির। 

জিবিডেস্ক //

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন