ছেলেরা মাকে ভয় পায়, আমি ছেলেকে ভয় পাই: শ্রাবন্তী

gbn

টলিউডের লাস্যময়ী অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। কাজের চেয়ে ব্যক্তিগত জীবন নিয়েই বেশি আলোচনায় থাকেন তিনি। আজ রোববার (১৩ আগস্ট) এই অভিনেত্রীর জন্মদিন। বিশেষ এই দিনে কলকাতার একটি সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছেন অভিনেত্রী।

আলাপকালে উঠে আসে বিভিন্ন প্রসঙ্গ। সেখানে কথা প্রসঙ্গে একমাত্র ছেলে ঝিনুকের কথাও উঠে আসে। জানান, যেখানে ছেলেরা মাকে ভয় পায়, সেখানে তিনি তার ছেলেকে ভয় পান।

ছেলেকে নিয়ে দুশ্চিন্তা হয় কিনা—এমন প্রশ্নের জবাবে শ্রাবন্তী বলেন, ‘ছেলের আমাকে নিয়ে দুশ্চিন্তা হয়। ও বলে, আমি নাকি ১৬-তেই আটকে রয়েছি! ছেলেরা মাকে ভয় পায়, আমি ছেলেকে ভয় পাই! আমি পার্টি করলে শাসনও করে। ও অনেক পরিণত।’

ইদানীং জিমে একটু বেশি সময় দিতে দেখা যাচ্ছে তাকে। এ প্রসঙ্গে নায়িকার জবাব, ‘শরীরের দিকে একটু বাড়তি নজর দিচ্ছি তো বটে। আসলে আমি খেতে খুব ভালবাসি। কিন্তু মাঝে লাগামছাড়া খাওয়াদাওয়া হচ্ছিল। তাই ভাবলাম, নাহ্‌, এ বার শরীরের যত্ন নিতে হবে। কারণ, সামনে বেশ কিছু কাজ রয়েছে। এছাড়াও আমাদের পেশায় ফিটনেসটা খুব দরকার। তবে জিরো ফিগারে বিশ্বাসী নই। আমার ধারণা, আমাকে দেখতে খুব খারাপ লাগবে অতটা রোগা হলে। আমার শুভাকাঙ্ক্ষীরা বা আমার অনুরাগীও আমাকে একটু গোলগাল দেখতেই ভালবাসেন।’

জন্মদিনে উপহার পেতে ভালো লাগে শ্রাবন্তীর। তার কথায়, ‘ফুল ছাড়া অন্য যেকোনো জিনিস উপহার হিসেবে পেতে ভালো লাগে। সেটা খুব ছোট কিছুও হতে পারে। ফুল গাছে দেখতেই ভালো লাগে। আমি কখনোই ফুলের তোড়া উপহার হিসেবে নিই না।’

উল্লেখ্য, শ্রাবন্তী ও তার প্রথম স্বামী পরিচালক রাজীব বিশ্বাসের একমাত্র সন্তান অভিমন্যু ওরফে ঝিনুক। ক্যারিয়ারের শুরুতে ২০০৩ সালে রাজীবকে ভালোবেসে বিয়ে করেন শ্রাবন্তী। তবে সে সম্পর্ক সুখের হয়নি। ২০১৬ সালে বিচ্ছেদের পথে হাঁটে এই দম্পতি। এরপর থেকে ছেলে মায়ের সঙ্গেই থাকেন।

আগামীতে শ্রাবন্তীকে দেখা যাবে শুভ্রজিৎ মিত্রর ‘দেবী চৌধুরানী‘ ছবিতে। এতে নাম ভূমিকায় অভিনয় করবেন তিনি। তার বিপরীতে ভবানী পাঠকের চরিত্রে ধরা দেবেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। বাংলা ছাড়া আরও ছয় ভাষায় নির্মিত হবে ছবিটি। সবকিছু ঠিক থাকলে ২০২৪ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে টলিউডের সবচেয়ে বড় বাজেটের এই সিনেমা।

জিবিডেস্ক //

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন