গদর-২ : প্রথম দিনে ৩০ হাজার টিকিট বিক্রি

gbn

আগামী ১১ অগাস্ট মুক্তি পাচ্ছে ‘গদর ২’। ইতোমধ্যেই শুরু হয়ে গেছে ছবির টিকিটের অগ্রিম বুকিং। সানি দেওল, আমিশা পাটেল অভিনীত এ ছবি ইতোমধ্যেই বেশ ভালো সাড়া পেতে শুরু করেছে। অনিল শর্মা পরিচালিত এ ছবিতে অভিনয় করছেন পরিচালকের ছেলে উত্‍কর্ষ শর্মাও।

ইতোমধ্যেই শুরু হয়ে গেছে সানি ও আমিশার 'গদর ২' ছবির টিকিটের অগ্রিম বুকিং। জানা গেছে, এ ছবি ৩০ হাজার টিকিট বিক্রি করে ফেলেছে। ‘পিভিআর’-ই বিক্রি করেছে প্রায় ১২ হাজার টিকিট। অন্যদিকে, 'সিনেপলিস' বিক্রি করেছে প্রায় ৯ হাজার ৩৫০ টিকিট।

৩০ হাজার টিকিট বিক্রি হয়েছে কেবলমাত্র প্রথম দিন অর্থাত্‍ ১১ অগাস্ট মুক্তির দিনেই এবং এটি মাল্টিপ্লেক্সে টিকিট বিক্রির হিসেব। এরপর সিঙ্গল স্ক্রিনের টিকিটের হিসেব রয়েছে।

সম্প্রতি ফিল্ম সমালোচক ও ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ বলেন, ‘একাধিক রটনা শোনা যাচ্ছে যে ছবিতে নাকি সানি দেওলের চরিত্র অতটা গুরুত্বপূর্ণ নয় এবং অনিল শর্মা নাকি বেশি তার ছেলে উত্‍কর্ষের ওপরেই ফোকাস করেছেন। আমি অনিল শর্মাকে জিজ্ঞেস করি এই ব্যাপারে, এবং আমি জি-কেও জিজ্ঞেস করি। তারা প্রত্যেকেই বলেন এই সমস্ত মিথ্যা, সানি দেওল ছবিতে শুরু থেকে শেষ পর্যন্ত রয়েছেন এং গদর হচ্ছেন সানি দেওলই।’

প্রসঙ্গত, ওই একইদিনে মুক্তি পাচ্ছে অক্ষয় কুমারের 'ওহ মাই গড-২'। দুটি ছবিরই প্রথম ভাগ বিপুল সাফল্য লাভ করেছিল। ২০১২ সালে মুক্তি পায় 'ওহ মাই গড'। ফলে মনে করা হচ্ছে বক্স অফিসে জোর টক্কর হতে চলেছে আগামী সপ্তাহে।

কিছুদিন আগে 'সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন'-এর তরফে 'ইউ/এ' ছাড়পত্র পেয়েছে 'গদর ২'। ছবিতে দেখানো এক দাঙ্গার দৃশ্যে, লোকজনকে, 'হর হর মহাদেব' রব তুলতে শোনা যায়, সেটি বাদ দেওয়া হয়েছে। এছাড়া 'শিব তাণ্ডব' শব্দবন্ধ বদলানো হয়েছে। কিছু কটূ শব্দের বদল ঘটানো হয়েছে। এছাড়া 'ডিফেন্স মিনিস্টার'-এর পদ ঠিক করে 'রক্ষা মন্ত্রী' করা হয়েছে। 'তিরঙ্গা' শব্দের বদলে 'ঝান্ডা' ব্যবহার করা হয়েছে এবং সেই অনুযায়ী একটি সংলাপও বদলানো হয়েছে। 

এখানেই শেষ নয়। 'বতা দে সখী' নামক ঠুমরি গানে বদল করে 'বতা দে পিয়া কাহাঁ বিতায়ি শাম' করা হয়েছে। 'দোনো এক হি তো হ্যায়। বাবা নানক নে ভি ইয়েহি কহাঁ হ্যায়' সংলাপ বদলে করা হয়েছে 'এক নুর তে সব জগ উপাজে। বাবা নানক নে ভি ইয়েহি কহাঁ হ্যায়' এবং সেই সঙ্গে পবিত্র কোরআন ও ভগবত্‍ গীতার রেফারেন্স দেওয়া হয়েছে। 

এছাড়া ১৯৭১ সালের ভারত-পাকিস্তান যুদ্ধের যে প্রসঙ্গ দেখানো হয়েছে তার জন্য যথাযথ তথ্য, প্রমাণ ও স্ট্যাটিসটিক্স জমা দিতে বলা হয় নির্মাতাদের। ছবিতে ব্যবহৃত শ্লোক ও মন্ত্রের অনুবাদও জমা দিতে হয় নির্মাতাদের।

জিবিডেস্ক //

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন