অনন্যার সম্পর্ক নিয়ে যা বললেন বাবা চাঙ্কি পান্ডে

gbn

আদিত্য রায় কাপুর ও অনন্যা পাণ্ডেকে ইদানিং অনেক জায়গাতেই এক সাথে দেখা যাচ্ছে। দীর্ঘ দিন ধরেই রয়েছে তাদের সম্পর্কের গুঞ্জন। প্রশ্ন উঠছে, তা হলে কি পরিবারের সম্মতিতেই প্রেম করছেন তারা? এ বার এই নিয়ে মুখ খুললেন অনন্যার বাবা চাঙ্কি পান্ডে।

সম্প্রতি সংবাদমাধ্যমের সামনে হাজির হন অভিনেতা চাঙ্কি। তাকে সামনে পেতেই মেয়েকে নিয়ে একগুচ্ছ প্রশ্ন করেন সাংবাদিকেরা। আদিত্য-অনন্যার প্রেম প্রসঙ্গে তাকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, অনন্যার কেরিয়ারের প্রথম নায়ক টাইগার শ্রফ। ‘পতি পত্নী অউর ওহ’-তে ছিল কার্তিক আরিয়ান। অনন্যাকে সব নায়কের সঙ্গেই ভালো মানায়। ও সত্যিই ভাগ্যবান। 

মেয়ের সম্পর্কের ব্যপারে কি সবটা জানেন তিনি? চাঙ্কি বলেন, শোবিজে থাকলে এগুলো তো হবেই। এগুলোকে আটকানো যায় না। এটা এক প্রকারের ক্ষতি, যা মেনে নিতে হয়। অভিনেতার দুই মেয়ে। তাদের প্রেমিকদের কখনও নাকোচ করেছেন? এই প্রশ্নের জবাবে চাঙ্কি বলেন, আমি কে প্রত্যাখ্যান করার? তবে এমন কাউকে খুঁজতে হবে যে আমার থেকে ভালো হবে। 

‘দ্য নাইট ম্যানেজার’ তারকা আদিত্যের সঙ্গেই যে অনন্যা চুটিয়ে প্রেম করছেন, তা ক্রমশ স্পষ্ট হচ্ছে। বিদেশে ধরা পড়েছে তাদের প্রেম। স্পেন, পর্তুগালের আনাচকানাচে একে অপরের মধ্যে হারিয়ে গেছেন আদিত্য এবং অনন্যা।  

জিবিডেস্ক //

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন