কনসার্টে দর্শকদের নাচানাচি, সৃষ্টি হলো ভূমিকম্প

gbn

যুক্তরাষ্ট্রের পপ তারকা টেইলর সুইফটের একটি কনসার্টে দর্শকদের নাচানাচি ও সাউন্ড সিস্টেমের প্রভাবে ভূমিকম্পের সৃষ্টি হয়েছিল।

গত ২২ থেকে ২৩ জুলাই সিয়াটলের লুমান ফিল্ডে কনসার্ট করেন সুইফট। তার গানে মাতোয়ারা দর্শকরা যখন নাচছিলেন তখন সেখানকার মাটি কেঁপে ওঠে। একজন ভূকম্পবিদ জানিয়েছে, ওই সময় যে কম্পন সৃষ্টি হয়েছিল সেটি ২ দশমিক ৩ মাত্রার একটি ভূমিকম্পের সমান।

জ্যাকি ক্যাপলান-অরবাখ নামের এ ভূকম্পবিদ বলেছেন, ভূমিকম্পটি সৃষ্টি হয়েছিল সুইফটের ভক্ত অথবা সেখানকার সাউন্ড সিস্টেমের কারণে।

এর আগে ২০১১ সালে আমেরিকান ফুটবলের একটি ম্যাচে দর্শকদের উল্লাসের প্রভাবে সিয়াটলে ভূকম্পন হয়েছিল। টেইলর সুইফটের কনসার্টটি সেই রেকর্ডটি ভেঙে দিয়েছে।

ওয়েস্টার্ন ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক জ্যাকি ক্যাপলান-অরবাখ সংবাদমাধ্যম সিএনএনকে বলেছেন, আমেরিকান ফুটবলের ম্যাচটিতে দর্শকদের উল্লাসে যে কম্পন হয়েছিল আর সুইফটের কনসার্টে যে কম্পন হয়েছিল; এ দুটির মধ্যে কম্পনের মাত্রার পার্থক্য হলো ০ দশমিক ৩। তবে সুইফটের কনসার্টের সময় হওয়া কম্পনের শক্তি দ্বিগুণ ছিল।

তিনি আরও বলেছেন, ‘আমি কনসার্টের দুই রাতের তথ্য নেই এবং তাৎক্ষণিকভাবে লক্ষ্য করি এগুলো সিগন্যালের একই প্যাটার্নের ছিল।’

সিয়াটলে টেইলর সুইফটের দুই রাতের কনসার্টটি উপভোগ করেছেন ১ লাখ ৪৪ হাজার মানুষ।

জিবিডেস্ক //

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন