কোটি কোটি টাকা আত্মসাৎ, মিরপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

gbn

রাজধানীর মিরপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকরা। কর্ণফুলী মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের নামে একটি বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান গ্রাহকদের কোটি কোটি টাকা আত্মসাৎ করে পালিয়ে যাওয়ার অভিযোগে সড়ক অবরোধ করেন ভুক্তভোগী পোশাক শ্রমিক ও সাধারণ মানুষ।

মঙ্গলবার (১৮ জুলাই) বেলা পৌনে ১১টার দিকে রাজধানীর মিরপুর ১১ নম্বরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মিরপুর ১১ নম্বরের সড়ক বন্ধ করে কিছু লোকজন বিক্ষোভ করছেন। আমরা ঘটনাস্থলে আছি। তারা কেন বিক্ষোভ করছেন, জানার জন্য কথা বলার চেষ্টা করছি।

রাস্তা অবরোধকারীদের দাবি, টাকা না দিয়ে অফিসে তালা মেরে পালিয়েছেন কর্ণফুলী মাল্টিপারপাসের কর্মকর্তা ও কর্মচারীরা। সেখানে বিনিয়োগ করা অর্থ ফেরত পাওয়ার দাবিতে বিক্ষোভ করছেন তারা।

এর আগে ২০২১ সালের ৩ নভেম্বর প্রতারণার মাধ্যমে গ্রাহকদের কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া আলোচিত কর্ণফুলী মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের চেয়ারম্যান জসিম উদ্দিনকে গ্রেফতার করেছিল র‍্যাব। ওই সময় অস্ত্র, মাদক, জাল টাকা, দুটি দামি গাড়িও জব্দ করা হয়। 

জিবিডেস্ক //

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন