ঈদ বার্তায় যা বললেন মাশরাফি-সাকিবরা

gbn

আজ পবিত্র ঈদুল আজহা। ত্যাগ ও খুশির এই দিনে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তারকারা। সাকিব আল হাসান, তামিম ইকবাল ও তাসকিন আহমেদরা নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যমের অফিশিয়াল অ্যাকাউন্ট থেকে এই শুভেচ্ছা জানিয়েছেন।

বাংলাদেশের টেস্ট অধিনায়ক সাকিব আল হাসান এবার পরিবারসহ মাগুরায় ঈদ করছেন। সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে নিজের ভেরিফায়েড অফিশিয়াল ফেসবুক অ্যাকাউন্টে তিনি লিখেছেন, ‘এই পবিত্র দিন আমাদের ত্যাগের প্রকৃত সারমর্মকে স্মরণ করিয়ে দিক এবং আমাদের সমস্ত প্রচেষ্টায় নিঃস্বার্থতা এবং সহানুভূতি মূর্ত করার জন্য আমাদের অনুপ্রাণিত করুক। পবিত্র ঈদুল আজহার অনেক অনেক শুভেচ্ছা, ঈদ মুবারক!’ সাকিব তাঁর এই পোস্টে ঈদ মোবারক জানিয়ে একটি গ্রাফিকসও পোস্ট করেন।

ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল শুভেচ্ছা জানিয়েছেন অল্প কথায়। ঈদ মোবারক জানিয়ে একটি গ্রাফিকস পোস্ট করেছেন নিজের ভেরিফায়েড অফিশিয়াল ফেসবুক অ্যাকাউন্টে। ক্যাপশনে লিখেছেন, ‘সবাইকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা। ঈদ মোবারক।’

জাতীয় দলের তারকা পেসার তাসকিন আহমেদও ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে ঈদের একটি গ্রাফিকস পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘এই পবিত্র ঈদ-উল-আযহা অপরিমেয় সুখ বয়ে আনুক এবং আমাদের হৃদয়ে গভীর সহানুভূতির বোধ জাগিয়ে তুলুক। এটি আমাদের সমস্ত অসম্পূর্ণতা থেকে পরিষ্কার করে বহুলতা ও সাফল্যে ভরা একটি ভবিষ্যতের দিকে পথ প্রদর্শন করুক। সবাইকে জানাই অঢেল শুভেচ্ছা ও ঈদ মুবারক!’

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাও ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে মাশরাফি লিখেছেন, ‘ঈদ-উল-আজহা মোবারক! এই আনন্দের দিনে ত্যাগ, ঐক্য এবং কৃতজ্ঞতার চেতনা আপনার হৃদয়কে আশীর্বাদে পূর্ণ করুক। সবাইকে ঈদ মোবারক।’

আরেক অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহ ২২ জুন পবিত্র হজ পালন করতে সৌদি আরব গিয়েছেন। ঈদও সেখানেই করছেন। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ঈদের শুভেচ্ছা জানাতে ভুললেন না তিনি, ‘ঈদ মোবারক! ঈদুল আজহার ঐশ্বরিক আশীর্বাদ আপনাকে সুখ, সমৃদ্ধি এবং বৃহত্তর মঙ্গলের জন্য নিঃস্বার্থ ত্যাগ করার শক্তি বয়ে আনুক।’

মেহেদী হাসান মিরাজ এবার ঈদ পালন করছেন দেশের বাড়িতে। সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লিখেছেন, ‘সুখ-শান্তি, সম্প্রীতির জয়গানে, ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক, কোটি প্রাণে। সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। ঈদ মোবারক!’

তরুণ ক্রিকেটার তাওহিদ হৃদয় সমর্থকদের ঈদের উষ্ণ শুভেচ্ছা জানিয়েছেন এভাবে, ‘ত্যাগ ও ভক্তির চেতনা এই ঈদে আপনার হৃদয়কে আলোকিত করুক। আপনাকে এবং আপনার পরিবারের জন্য ভালোবাসা, আনন্দ এবং সমৃদ্ধির উষ্ণ শুভেচ্ছা পাঠানো হচ্ছে। ঈদ মোবারক!’

জিবিডেস্ক //

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন