লিভিংস্টোন ঝড়ের পরও সূর্যের তাপে পুড়লো পাঞ্জাব

gbn

জিবিডেস্ক //

স্কোরবোর্ডে ২১৪ রান তুলে কিছুটা হলেও স্বস্তিতেই ছিল পাঞ্জাব কিংস। যত ভালো উইকেট আর ভালো ব্যাটিং লাইন-আপই থাক না কেন, ওভারপ্রতি দশের বেশি রান তোলা সব সময়ই চ্যালেঞ্জিং। কিন্তু রান তাড়ায় সূর্যকুমার যাদব আর ঈশান কিষান যেভাবে ব্যাট চালিয়ে গেলেন, লক্ষ্যটা আরও বড় হলেও মুম্বাইয়ের সমস্যা হতো না।

৬ উইকেট আর ৭ বল হাতে রেখেই আসরের পঞ্চম জয় তুলে নিয়েছে মুম্বাই ইন্ডিয়ানস। এ জয়ে পয়েন্ট তালিকার ছয়ে উঠে এসেছে রোহিত শর্মার দল। পাঞ্জাব আছে সাতে। দুই দলেরই পয়েন্ট ১০ করে।

দুই শর বেশি রান তাড়ায় শূন্য রানেই অধিনায়ক রোহিতকে হারায় মুম্বাই। ক্যামেরন গ্রিনকে নিয়ে কিষানের পরের জুটিতে ওঠে ৫৪ রান। মূলত তৃতীয় উইকেটেই মুম্বাইকে জয়ের কাছাকাছি নিয়ে যান কিষান সূর্যকুমাররা। ৯.১ ওভার স্থায়ী জুটিতে ১১৬ রান তুলে নেন দুজনে। স্যাম কারেনকে টানা চার বলে ২ ছয় ২ চার মেরে ২২ বলে ফিফটি তুলে নেন সূর্যকুমার। কিষান ৫০ পূর্ণ করেন ২৯ বলে।

দুজনের শতরানের জুটি ভাঙে নাথান এলিসের বলে সূর্যকুমার আর্শদীপের ক্যাচ হলে। ৩১ বলে ৬৬ রান করেন সূর্যকুমার। পরের ওভারে আর্শদীপের শিকার হন ৪১ বলে ৭৫ রান করা কিষান। ৬ বলের মধ্যে দুই থিতু ব্যাটসম্যান আউট হলেও মুম্বাইয়ের জিততে সমস্যা হয়নি। তিলক ভার্মা আর টিম ডেভিড মিলে ১৬ বলে ৩৮ রান তুলে জয় নিশ্চিত করে ফেলেন। আর্শদীপ ৩.৫ ওভার বল করে দেন ৬৬ রান।

এর আগে পাঞ্জাবকে বড় সংগ্রহ এনে দেন লিয়াম লিভিংস্টোন, জিতেশ শর্মারা। প্রথম দশ ওভারে ৭৮ রান তোলা পাঞ্জাব শেষ ১০ ওভারে তোলে ১৩৬ রান। লিভিংস্টোন ৪২ বলে ৮২ আর জিতেশ ২৭ বলে ৪৯ রান করে অপরাজিত থাকেন।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন