শ্রীমঙ্গলে ধর্ষণ বিরোধী বিট এলাকা ভিত্তিক পুলিশ জনতা সমাবেশ ও মানববন্ধন

রোমানা আক্তার শ্রীমঙ্গল প্রতিনিধি :
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জেলা পুলিশের আয়োজনে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট এলাকা বিত্তিক পুলিশ জনতা সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।


শনিবার সকাল ১০ টায় শ্রীমঙ্গল চৌমুহনা চত্তরে থানা অফিসার ইনচার্জ আব্দুস ছালেকের সভাপতিত্বে এবং প্রাথমিক প্রধান শিক্ষক সমিতির সভাপতি জহর তরফদারের সঞ্চালনায় মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আশরাফুজ্জামান। 

এসময় আরো বক্তব্য রাখেন, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ভানুলাল রায়, বালাগঞ্জ ডিগ্রি কলেজের সহযোগী অধ্যাপক অবিনাশ আচার্য, কিন্ডার গার্ডেন স্কুলের প্রধান শিক্ষক কাজী আসমা আক্তার, কাউন্সিলর ছাদ উদ্দিন, চন্দ্রনাথ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা অনিতা দেব, সাংবাদিক মামুন আহমেদ, কিশোরী ক্লাবের সভাপতি সুচিত্রা দেব, সম্পাদক পলি দেব, পিংকি দাশ।

এসময় আরো উপস্থিত ছিলেন ৩,৫ও ৬ নং ওয়ার্ডের নারী কাউন্সিলর রোকেয়া পারভীন, সমকাল সাংবাদিক শামীম আক্তার হোসেন, অবজারভার সাংবাদিক রুপম আচার্য্য প্রমূখ।

মানববন্ধনে বক্তারা বলেন, ছেলে মেয়েরা এখনো বিভিন্ন অসামাজিক কাজে লিপ্ত আছে। ছেলে ও মেয়ে বাইরে কি করছে সে দিকে বাবা/মায়ের নজর বাড়াতে হবে। ‘নারীরা এদেশে নিরাপত্তাহীনতায় ভুগছে, মাননীয় প্রধানমন্ত্রী নিশ্চয়ই আমাদের নিরাপত্তার দিকটি বিবেচনায় নেবেন। ইদানিং কিশোর বয়সী অনেকেই অনলাইনে না বুঝে অপরাধে জড়িয়ে যাচ্ছে। পরিবার সঠিকভাবে দায়িত্বপালন করতে পারছে না। আমরা যখন রাস্তায় বের হই তখন আমাদের নিজেদের নিরাপত্তা নিজেদেরকেই নিতে হবে ও আমাদের ছেলে/মেয়ের নিরাপত্তার কথা ও চিন্তা করতে হবে। তারা যেনো বাইরে কোন বিপদে পড়লে সাথে সাথে পুলিশের “৯৯৯” এ ফোন দিয়ে জা

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন