২৩ তম একতা (প্রাথমিক) ও ৪র্থ  ( জুনিয়র) মেধা অন্বেষণ পরীক্ষার রষ্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত

gbn

২৩ তম একতা (প্রাথমিক) ও ৪র্থ  ( জুনিয়র) মেধা অন্বেষণ পরীক্ষা  ২০২২ মরহুম সিরাজুজ্জামান চৌধুরী ও "মরহুম সৈয়দ তরশেদ হোসেন বৃত্তির পুরষ্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত। মৌলভীবাজার সদরের ১৮৭টি প্রাথমিক (৫ম শ্রেণি)  ও মাধ্যমিক(৮ম শ্রেণি) বিদ্যালয়ের প্রায় আট শতাধিক শিক্ষার্থীদের অংশ গ্রহনে পরীক্ষা গ্রহন করে প্রাথমিকে ৩৫ জন ও মাধ্যমিক ২৬ জন মেধাবী  ছাত্র ছাত্রীদের সম্মাননা প্রদান করা হয়। 
সংগঠনের সভাপতি এবাদুল হকের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক গাজী আবেদ ও কায়সার আহমেদের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন জনাব আলহাজ্ব  মিছবাহুর রহমান চেয়ারম্যান,জেলা পরিষদ মৌলভীবাজার। বিশেষ অতিথি ছিলেন বৃত্তিদাতা সৈয়দ আক্তার হোসেন বাবু,  উ পজেলা শিক্ষা অফিসার জনাব মোহাম্মদ মোতাহার বিল্লাহ, উপজেলা সমাজসেবা অফিসার জনাব সুমন দেবনাথ,মুহিব চৌধুরী, কাউন্সিলার টাওয়ার হেমলেট লন্ডন,ইউনিয়ন চেয়ারম্যান বদরুজ্জামান চুনু, ডাঃ নিজাম উদ্দিন চৌধুরী, রেজিস্ট্রার উইমেন্স হাসপাতাল সিলেট,মুহিবুর রহমান,প্রতিষ্ঠাতা সভাপতি শেখ বোরহান উদ্দিন ইসলামী সোসাইটি মৌলভীবাজার,সাবেক শিক্ষক ও সাধারণ সম্পাদক  ৫ নং আখাইলকুড়া ইউনিয়ন আওয়ামীলীগ।সংগঠনের সিনিয়র সদস্য শফিকুল ইসলাম টিপু,মুহিবুর রহমান,সৈয়দ সামাদ আলী, শফিউল আলম জগলু,ইউপি সদস্য শাহ ইমরান সাজু,মিজানুল হক পান্না ,সুমন আচার্য্য,তপু তরফদার,ইলিয়াছ কবির শাহিন,রুবেল বেগ,সুহেল আহমদ,,
আরিফ,সজিব,শিপন,রাজা ইমরান,সোহান, সজিব প্রমুখ।উল্লেখ্য সংগঠনটি দীর্ঘ ২৩ বছর থেকে মেধা পরীক্ষাসহ বিভিন্ন সামাজিক কর্মসূচি চালিয়ে আসছে।
পরীক্ষার পৃষ্ঠপোষকতা করেছেন কমিউনিটি ব্যক্তিত্ব সৈয়দ আক্তার হোসেন বাবু ও আকিকুজ্জামান চৌধুরী টিটু।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন