তুরস্কের আদিয়ামান থেকে হতায়ে যাচ্ছে বাংলাদেশি উদ্ধারকারী দল

gbn

জিবিনিউজ24ডেস্ক//  

তুরস্কের আদিয়ামান শহরের উদ্ধারকাজ শেষে হতায়ে প্রদেশে যাচ্ছে বাংলাদেশের সম্মিলিত উদ্ধারকারী দল।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস সদর দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার।

তিনি বলেন, তুরস্কের আদিয়ামান শহরের উদ্ধারকাজ সমাপ্ত ঘোষণা করে পার্শ্ববর্তী হতায়ে প্রদেশে যাচ্ছেন বাংলাদেশের আরবান সার্চ অ্যান্ড রেসকিউ টিম বা সম্মিলিত উদ্ধারকারী দলের সদস্যরা। সেখানে তারা অনুসন্ধান ও উদ্ধারকাজ পরিচালনা করবেন।

তিনি আরও জানান, ১৬ ফ্রেব্রুয়ারি সকাল ১০ টায় হতায়ের উদ্দেশ্যে রওনা হয়েছে বাংলাদেশ টিম। আদিয়ামান সিটি থেকে প্রায় ৩৮০ কিলোমিটার দূরে অবস্থিত হতায়ে প্রদেশ। সেখানে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত উদ্ধারকাজ পরিচালনার কথা রয়েছে।

সম্মিলিত উদ্ধারকারী দলের সাথে বাংলাদেশ সেনাবাহিনীর মেডিক্যাল টিমের সদস্যরাও হতায়ে যাচ্ছেন বলেও জানান ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন