নির্বাচিত সংবাদসাহিত্য মেঘের বাড়ি।। আলাউদ্দিন হোসেন By atikgbnews 410 শেয়ার মেঘের বাড়ি আলাউদ্দিন হোসেন সন্ধ্যা হলেই হাসি মুখে মেঘের বাড়ি যাই বৃষ্টি হয়ে মাটির বুকে পড়তে মজা পাই। মেঘের সাথে খেলা করি উড়াই মেঘের ভেলা খেলা শেষে বৃষ্টি হয়ে জুড়াই মনের জ্বালা। শীতল হাওয়ায় ভেসে ভেসে দূর দূরান্তে যাই বৃষ্টি হয়ে মাটির বুকে পড়তে মজা পাই। আলাউদ্দিন হোসেন,পাবনা। ০১৭৪৯-৬৭৬৮৬১ 410 শেয়ার FacebookTwitterGoogle+ReddItWhatsAppPinterestই-মেইলLinkedinPrint