লন্ডনে টিউবে হামলা, যুবক গ্রেপ্তার

ওয়েস্ট লন্ডনের টিউব স্টেশনে বিস্ফোরণের সঙ্গে সংশ্লিষ্ট সন্দেহে ১৮ বছরের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তাকে ডোভার এলাকা থেকে গ্রেপ্তারের পর কেন্টের একটি পুলিশ স্টেশনে রাখা হয়েছে। শনিবার যেকোনো সময় কেন্ট থেকে ওয়েস্ট লন্ডনের পুলিশ স্টেশনে নিয়ে আসা হবে গ্রেপ্তার হওয়া ব্যক্তিকে।
মেট্রপলিটন পুলিশের ডেপুটি অ্যাসিসটেন্ট কমিশনার নেইল বাসু জানিয়েছেন, একজন গ্রেপ্তার হলেও নিরাপত্তার ঝুঁকি এখনো মারাত্মক পর্যায়ে রয়েছে।
শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে ওয়েস্ট লন্ডনের পারসন্স গ্রিন স্টেশনে ডিস্ট্রিক্ট লাইনে একটি বিস্ফোরণের ঘটনায় প্রায় ৩০ জন আহত হন। এর মধ্যে তিনজন এখনো হাসপাতালে চিকিৎসাধীন থাকলেও কারো জীবন ঝুঁকিতে নেই।
এই ঘটনার পর সারা দেশে টিউব স্টেশনগুলোতে নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে। শুক্রবার কোবরা মিটিং করেছেন প্রধানমন্ত্রী। শনিবারও হোম সেক্রেটারি কোবরা মিটিং করবেন বলে জানা গেছে। এদিকে আইএস টিউব স্টেশনের বিস্ফোরণের দায় করেছে বলে বিভিন্ন সংবাদ মাধ্যম দাবি করছে।