ইশিমুয়ের হ্যাট্রিকে জিম্বাবুয়েকে হারাল রুয়ান্ডা

gbn

 জিবিনিউজ24ডেস্ক//  

দক্ষিণ আফ্রিকার মাটিতে চলছে নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। আর সেখানে মঙ্গলবার অঘটনের জন্ম দিয়েছে রুয়ান্ডা। জিম্বাবুয়েকে হারিয়ে ম্যাচটি স্মরণীয় করে রাখল তারা। এ ম্যাচে ৪ বলে ৪ উইকেট নিয়ে ম্যাচের নায়ক বনে গেছেন দলটির অলরাউন্ডার হেনরিয়েট ইশিমুয়ে।

আফ্রিকার পচেফস্ট্রুমে মঙ্গলবার (১৭ জানুয়ারি) নিজেদের দ্বিতীয় ম্যাচে জিম্বাবুয়েকে ৩৯ রানের বড় ব্যবধানে হারায় রুয়ান্ডা। প্রথমবার বিশ্বকাপে খেলতে আসা আফ্রিকার এ দেশ রুয়ান্ডা পেল প্রথম জয়ের স্বাদ। যদিও আসরের প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে তারা হেরেছিল ৮ উইকেটে।

জিম্বাবুয়ের বিপক্ষে রুয়ান্ডার জয়ের ভিত গড়ে দেন প্রথম তিন ব্যাটার। দুজনের ত্রিশ ছোঁয়া ইনিংসে ৮ উইকেটে ১১৯ রান তোলে তারা। জবাবে জিম্বাবুয়ে গুটিয়ে যায় স্রেফ ৮০ রানে। শেষের আগের ওভারে ডাবল হ্যাট্রিকের ওই চমক জাগানিয়া বোলিং উপহার দেন ইশিমুয়ে।

প্রথম তিন ওভারে এ পেস বোলিং অলরাউন্ডার ১৩ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন। এরপর শেষ ওভারে এসে প্রথম ৪ বলে তুলে নেন ৪ উইকেট। যেখানে বোল্ড হন জিম্বাবুয়ের তিন ব্যাটার, একজন এলবিডব্লিউ। রান ৮০ রেখেই শেষ ৫ উইকেট হারায় জিম্বাবুয়ে!

চলতি আসরে দ্বিতীয় বোলার হিসেবে হ্যাট্রিক করলেন ইশিমুয়ে। আগের দিন স্কটল্যান্ডের বিপক্ষে এ কীর্তি গড়েন দক্ষিণ আফ্রিকার লেগ স্পিনিং অলরাউন্ডার ম্যাডিসন ল্যান্ডসমান।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন