মৌলভীবাজারে শান্তি ও সম্প্রীতিতে নারী প্রকল্পের কর্মশালা

মৌলভীবাজার প্রতিনিধি ॥ ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসসুুচির আয়োজনে শান্তি ও সম্প্রীতিতে নারী প্রকল্পের শিখন সমালোচনা প্রকল্প পরবর্তী সময়ে একসঙ্গে কাজ করার কৌশল নির্ধারনী কর্মশালা গতকাল (২৮মার্চ) বুধবার অভিজাত রেস্ট ইন হোটেল এর সম্মেলন কক্ষে অনুষ্টিত হয়েছে। রেডিও পল্লীকন্ঠের সিনিয়র স্টেশন ম্যানেজার মো: মেহেদী হাসানের সঞ্চালনায় অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মনিরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন রাজনগর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ডলি বেগম,জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দিন মাসুদ,সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা জোবায়ের আলম, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহিদা আক্তার, সাংবাদিক নজরুল ইসলাম মুহিব,প্রধান শিক্ষক রশেদা বেগম, শিক্ষক মাধুরী মজুমদার, জেলা ব্রাক প্রতিনিধি আরিফুর রহমান, ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসুুচির ব্যবস্থাপক তারিক আজিজ,জুনিয়র সেক্টর ¯েপশালিস্ট ব্রাক মিজানুর রহমান। কর্র্মশালায় পল্লী সমাজের প্রশিক্ষণ প্রাপ্ত ১০০ জন নারী সদস্য অংশ গ্রহন করে।