শ্রদ্ধা ভালবাসায় আবদুর রাজ্জাকের মৃত্যুবার্ষিকী পালিত

জিবি নিউজ ||

নানা কর্মসূচির মধ্য দিয়ে  (২৩ ডিসেম্বর ) শুক্রবার মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও আওয়ামী লীগের প্রয়াত নেতা আবদুর রাজ্জাকের ১১ তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। ঢাকায় বনানী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন, রূহের মাগফেরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। তার নির্বাচনী এলাকা শরীয়তপুরেও আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচী পালিত হয়েছে। 

পানি সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় উপমন্ত্রী এনামুল হক শামীম বলেন-আব্দুর রাজ্জাকের অবদান বাঙালি জাতির স্মৃতিতে অম্লান থাকবে চিরদিন। বঙ্গবন্ধুসহ হাজার হাজার নেতাকর্মী গ্র্রেফতার হওয়ার পর ৬-দফাকে জনপ্রিয় করে তোলার ব্যাপারে ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। মনেপ্রাণে সব সময় দেশের ও এলাকার উন্নয়ন নিয়ে ভাবতেন। 

প্রথমে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন  পানি সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় উপমন্ত্রী জনাব এনামুল হক শামীম, জেলা পরিষদ এর চেয়ারম্যান  ছাবেদুর রহমান  (খোকা সিকদার), আবদুর রাজ্জাক এর ছেলে  নাহিম রাজ্জাক এমপি , সুশীল সমাজের প্রতিনিধি আমিনুল ইসলাম বুলু, শরীয়তপুর ফাউন্ডেশনের মহাসচিব মো. বাচ্চু বেপারী, আব্দুর রহমান কবির, মো. সালাম, রহিম মাঝি, মোস্তাফিজুর রহমান আনসারী সুমন, দিন ইসলাম, অক্সফোর্ড  গ্রামার স্কুলের অধ্যক্ষ মো. ফিরোজ আলম, এম এস মুন্না, নুর আলম, মো. গোলাম মোস্তফা প্রমুখ  । 

এছাড়া সকালে বনানীতে আব্দুর রাজ্জাকের কবরে পরিবারের সদস্য, আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন। 

 

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন