লন্ডনে বিস্ফোরণের দায় স্বীকার করল আইএস

লন্ডনে ভূগর্ভস্থ রেলে বিস্ফোরণের দায় স্বীকার করল জঙ্গি গোষ্ঠী আইএস। রীতিমত বিবৃতি দিয়ে লন্ডন হানার দায় স্বীকার করা হয়েছে জঙ্গি গোষ্ঠীর পক্ষ থেকে।
শুক্রবার স্থানীয় সময় সকাল ৮টা ২০ মিনিটে বিস্ফোরণ ঘটানো হয়েছিল লন্ডনের ভূগর্ভস্থ ট্রেন স্টেশনে পারসনস গ্রিনে৷ এরপরেই ছড়িয়ে পড়ে তীব্র আতঙ্ক৷ বিস্ফোরণের জেরে কয়েকজন যাত্রী ঝলসে গিয়েছে। গুরুতর আহত হয়েছে ২৯ জন।
রাত পোহালেই ছিল সাপ্তাহিক ছুটির দিন। শনি ও রবিবার ছুটির দিন কাটানোর জন্য মুখিয়েছিলেন লন্ডনবাসী। শুক্রবার যে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে তাতে উড়ে গিয়েছে ছুটির মেজাজ। জঙ্গি হামলার জেরে আতঙ্কিত ইংল্যান্ডসহ পুরো ইউরোপ। ঘটনাস্থল থেকে দ্রুত বেরিয়ে যাওয়ার জন্য যাত্রীরা হুড়োহুড়ি শুরু করেন। একে অপরের ধাক্কায় অনেকে পড়ে যান। বহু যাত্রী পদপিষ্ট হয়েছেন অনেকে।
এদের কয়েকজনের আঘাত গুরতর।বিস্ফোরণ স্থল পারসনস গ্রিন স্টেশনের পাশাপাশি লন্ডনের সব টিউব চলাচল পরিষেবা বন্ধ। লন্ডনের রেল কর্তৃপক্ষ নেটওয়ার্ক রেল জানিয়েছে, আগুনে রেললাইন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ধসে পড়ার আশঙ্কায় ছিল। পুরো রেললাইন মেরামতে একদিন লাগতে পারে৷