বাংলাদেশে গ্রহণযোগ্য গণতান্ত্রিক সরকার না থাকায় গুম খুন ক্রসফায়ারের মাধ্যমে বিচার বহির্ভূত হত্যাকান্ড বেড়েই চলেছে।বাংলাদেশে গণতন্ত্র, মানবাধিকার আইনের শাসন চরম হুমকির মুখে তাছাড়া আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক প্রতিনিয়ত বিরোধী মতের নেতা কর্মীরা গুমের শিকার হচ্ছে বলে গভীরভাবে উদ্বেগ প্রকাশ করেন সেমিনারে বক্তরা |
জনগণের প্রতিনিধিত্বশীল সরকার না থাকায় মানুষের মৌলিক মানবিক অধিকার ভূলুন্ঠিত | পরিস্থিতির উন্নয়নে দ্রুত নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতিনিধিত্বশীল সরকার প্রতিষ্ঠা জরুরী |
১লা নভেম্বর মঙ্গলবার হাউস অব কমন্সের রুমে আয়োজিত জোরপূর্বক গুম শীর্ষক সেমিনারে অংশ নিয়ে এমন অভিমত ব্যক্ত করেন বৃটিশ পার্লামেন্টের শীর্ষস্থানীয় এমপিরা, মানবাধিকার কর্মী, সাংবাদিক ও তরুণ প্রজন্ম | বাংলাদেশের গুমের মতো ভয়াবহ পরিস্থিতি নিয়ে হাউস অব কমন্সের সেমিনার কক্ষে সেমিনারের আয়োজন করে ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটি এলিয়ান্স (বিবিসিএ) |
সেমিনারে ব্রিটিশ পার্লামেন্টের এমপিগণ বলেন, বাংলাদেশে অগ্রহণযোগ্য সরকার ক্ষমতায় থাকার কারণে গুমের মতো নিষ্ঠুর অমানবিক ভয়াবহ কর্মকান্ড আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক প্রতিনিয়ত ঘটে যাচ্ছে | তাছাড়া দেশে দীর্ঘদিন ধরে সুষ্ঠু নির্বাচন শূন্যতার কারণে গণতান্ত্রিক ব্যবস্থা ভেঙে পড়েছে | বাংলাদেশে এখনও গণতান্ত্রিক ব্যবস্থা সুপ্রতিষ্ঠিত হয়নি | বাংলাদেশে গণতন্ত্র এবং বাকস্বাধীনতা ধসে পড়েছে এমনকি নাই বললেই চলে |
ব্রিটিশ পার্লামেন্টের এমপি সারাহ রেডক্লিফের -এর সভাপতিত্বে ও সংগঠনটির প্রধান উপদেষ্টা মোজাক্কের আলীর পরিচালনায় আন্তর্জাতিক কনফারেন্সে শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনটির সেক্রেটারী ফয়জুন নূর এবং উপদেষ্টা সগীর আহমেদ | বক্তব্য রাখেন এন্ড্র স্টিফেনসন এমপি , এমনেস্টি ইন্টারন্যাশনালের সাবেক এশিয়া বিষয়ক গবেষক প্রফেসর আব্বাস ফয়েজ , বব ব্লাকমান, রবি মুর এমপি, কেটে হলেন, সাপ্তাহিক সুরমা পত্রিকার সম্পাদক শামসুল আলম লিটন | কার্ডিফ বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ইমতিয়াজ খান, তেহরিকে কাশ্মীর যুক্তরাজ্য শাখার সভাপতি ফাহিম কায়ানি, তেহরিকে কাশ্মীরের যুক্তরাজ্য শাখার তথ্য সম্পাদক রেহানা আলী, আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ আইসিটি”র ডিফেন্স টীম মেম্বার ও ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আজমীর পিএ চৌধুরী মো: আমিনুল হক, গুম হওয়া থেকে ফিরে আসা রুবেল নুর, মোহাম্মদ ইবাদুর রহমান, আসাদুজ্জান আসাদ, ওয়াহিদুন্নবী প্রমুখ|
ব্রিটিশ এমপি এন্ড্র স্টিফেনসন বলেন, বাংলাদেশে প্রতিদিন মানবাধিকার লংঘনের ঘটনা ঘটছে তাহা আমরা বহুদিন ধরে লক্ষ্য করছি | চলছে বিচার বহির্ভূত হত্যাকান্ড | তিনি বলেন, জনগণের বাকস্বাধীনতা এবং সংবাদ মাধ্যমের স্বাধীনতা সরকার হরণ করেছে তা বিভিন্ন উপাত্তের মাধ্যমে আমরা লক্ষো করে আসছি।জোরপূর্বক গুম করা রোধ করতে আমেরিকা এবং জাতিসংঘের মতো আমরাও যুক্তরাজ্য সরকারকে বিশেষ ভূমিকা রাখতে আহবান করছি |
ক্রসফায়ার বন্ধের আহ্বান জানিয়ে প্রফেসর আব্বাস ফায়েজ বলেন, বিচারবহির্ভূত হত্যাকা-গুলোর নিরপেক্ষ তদন্ত হওয়া দরকার এবং আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক গুম হওয়া ব্যাক্তিদেরি দ্রুত ফিরিয়ে দিতে বাংলাদেশ সরকারের যত্নবান হওয়া উচিত |
আয়োজক কমিটির মধ্যে সেমিনারে উপস্থিত ছিলেন নওশীন মোস্তারী মিয়া সাহেব, সায়েম আহমদ, মোঃ এমদাদুল হক, মোহাম্মদ ওসমান গনি, আব্দুল্লাহ আল জাবির, এ এ ওয়াহিদুল ইসলাম, ওমর ফারুক, মোঃ আলতাফ হোসাইন
নাজমুল হাসান খান, রোকতা হাসান,ফেরদৌসী আক্তার রুনা,আব্দুল আলিম, মোহাম্মদ মাসুদুল হাসান, আল আমিন ও নন্দন কুমার দে | এছাড়া অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মানবাধিকার কর্মী ফাইট ফর রাইটস ইন্টারন্যাশনালের সভাপতি মো: রায়হান উদ্দীন, সহ- সভাপতি আলি আহমদ, সহ-সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, হাদীসুর রহমান খান, প্রচার সম্পাদক মোহাম্মদ ফান্টু, অনলাইন এক্টিভিস্ট ফোরামের সভাপতি জয়নাল আবেদীন, সাংগঠনিক সম্পাদক জামিল হোসাইন, মহিলা বিষয়ক সম্পাদক সানজিদা ইসলাম তমা যুবদল নেতা ও হিউম্যান রাইটস এ্যাকটিভিটস মোঃ কামরুল হাসান রাকিব,বোরহান উদ্দিন, আশরাফুল হক, মেজবাহ উদ্দিন , এরশাদুল হক, মো সালমান হোসেন মারজান, এরশাদুল ইসলাম তপু, জয়নাল আবেদীন, লেয়াকত হোসাইন, আহমেদ আলী, আব্দুর রহমান খোকা | মোহাম্মদ এবাদুর রহমান রাজন, মিজানুর রহমান, মোঃ নাজমুল হক তুষার, নিয়াজ মোর্শেদ, প্রমুখ |

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন