ঢাকা থেকে নেপালের উদ্দেশ্যে ৬৭ যাত্রী নিয়ে ছেড়ে যাওয়া ইউএস-বাংলা এয়ারলাইন্সের দেশ কিউ-৪০০ মডেলের একটি বিমান কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে বিধ্বস্ত হয়েছে। ভয়াবহ এ দুর্ঘটনায় ৫০ জন নিহতের খবর জানিয়েছে নেপালের সেনাবাহিনী। গুরুতর আহতাবস্থায় যারা উদ্ধার হয়েছেন তাদের স্থানীয় কয়েকটি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
ভয়াবহ এ দুর্ঘটনা কবলে পড়া যাত্রীদের খোঁজ নিতে হটলাইন চালু করেছে বাংলাদেশ দূতাবাস। তা হচ্ছে- মো. আল আলামুল ইমাম (কনস্যুলার) +৯৭৭৯৮১০১০০৪০১, অসিত বরণ সরকার +৯৭৭৯৮৬১৪৬৭৪২২। তবে সেখানে বলা হয়েছে, সুনির্দিষ্ট তথ্য দিতে তাদের অন্তত দুই ঘণ্টা সময় লাগতে পারে।
ইউএস-বাংলার ওই বিমানটিতে ৩৩ বাংলাদেশি যাত্রী ছিলেন বলে জানা গেছে। এছাড়া বিমানটিতে ক্রুসহ মোট ৭১ জন ছিলেন। যাত্রী ছিলেন ৬৭ জন। এর মধ্যে বাংলাদেশি ছাড়া ৩২ জন নেপালি, একজন করে মালদ্বীপ ও চীনের যাত্রী ছিলেন