জিবিনিউজ24ডেস্ক//
নিউজিল্যান্ডের মাটিতে ত্রিদেশীয় সিরিজের ব্যর্থ মিশন শেষে আজ শনিবার বাংলাদেশ দল পৌঁছেছে অস্ট্রেলিয়ার মাটিতে। যদিও দলের আগেই গতকাল মেলবোর্নে পৌঁছে গিয়েছিলেন অধিনায়ক সাকিব আল হাসান। আজ অস্ট্রেলিয়ার মাটিতে পা রেখেই টাইগারদের টেকনিক্যাল কনসালট্যান্ট শ্রীধরন শ্রীরাম জানালেন ত্রিদেশীয় সিরিজে অনেক কিছুই শিখেছেন তারা।
ক্রাইস্টচার্চ থেকে আজ সকালে মেলবোর্নে পৌছেই গণমাধ্যমের মুখোমুখি হন শ্রীরাম। কথা বলার এক পর্যায়ে টিম টাইগার্সের এই কনসালট্যান্ট জানালেন খেলোয়াড়দের সম্পর্কে জেনেছে দল, এমনকি কন্ডিশনের সঙ্গেও মানিয়ে নিয়েছে বেশ।
শ্রীরাম বলেন, ‘অনেক কিছু শিখেছি, নিজেদের খেলোয়াড়দের ব্যাপারে জেনেছি, কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিয়েছি। অনেক কিছু শিখেছি। আমরা এই ব্যাপারে পরিষ্কার, জানি কোন দলটা সেরা। সেরা দল একটা না, এটা বদলায়। সঠিক দলের বিপক্ষে ঠিক ম্যাচ আপটা দরকার। কিন্তু আমাদের মাথায় সেরা কম্বিনেশনের ব্যাপারটা পরিষ্কার।’
নিউজিল্যান্ডের মাটিতে সদ্য শেষ ত্রিদেশীয় সিরিজ থেকে বাংলাদেশ দলের প্রাপ্তি কী, সে সম্পর্কে জানতে চাইলে শ্রীরাম বলেন, ‘ছেলেরা অনেক আত্মবিশ্বাস পেয়েছে, যেভাবে আমরা রান করেছি। স্কোর দেখুন, তিন দলই কাছাকাছি ছিল। এমনকি আমরা পাকিস্তানের বিপক্ষে ফাইনালে খেলা নিউজিল্যান্ডের চেয়ে বেশি রান করেছি।’
বিশ্বকাপের মূলপর্ব শুরুর আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলতে বাংলাদেশ দল। আগামী ১৭ ও ১৯ অক্টোবর যথাক্রমে আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রস্তুতি ম্যাচ দুটিতে লড়বে টাইগাররা। এরপর ২৪ অক্টোবর বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন