মাশরাফির জন্মদিনে মুশফিক-মেহেদীর শুভেচ্ছা

স্পোর্টস ডেস্ক//

এক এক করে জীবনের ৩৮ তম বসন্তে পৌঁছে গেলেন বাংলাদেশ দলের সফলতম সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। ২০০১ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে ফরম্যাট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় তারকা পেসারের। এরপর এখন পর্যন্ত লাল-সবুজের জার্সিতে খেলেছেন ৩১০ আন্তর্জাতিক ম্যাচ।

২০২০ সালে সর্বশেষ জাতীয় দলের হয়ে খেলেছেন ম্যাশ। এরপর বয়সের ভার আর ইনজুরিসহ নানা কারণে আন্তর্জাতিক ক্রিকেটে আর ফেরা হয়নি এ পেসারের। তবে খেলে যাচ্ছেন দেশের ঘরোয়া লিগগুলোতে।

দেশের তারকা এই ক্রিকেটারের জন্মদিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনন্দন জানিয়েছেন অনেকেই। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে মুশফিকুর রহিম লিখেছেন, 'শুভ জন্মদিন কিংবদন্তি. আপনার জন্য অনেক দোয়া ও শুভকামনা রইল।'

জাতীয় দলের তরুণ অলরাউন্ডার শেখ মেহেদী হাসান মাশরাফিকে নিয়ে লেখেন, 'শুভ জন্মদিন মাশরাফি ভাই, আল্লাহ আপনার মঙ্গল করুন।'

মাঠের ক্রিকেটের মাশরাফির পুরোনো বন্ধু নাফিস ইকবাল শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, 'শুভ জন্মদিন মাশরাফি বিন মুর্তজা। আপনার সাথে কাটানো সময়গুলো বেশ উপভোগ্য। ভালো থালবেন।' 

বাংলাদেশের জনপ্রিয় ধারাভাষ্যকার আতহার আলী খান ও মাশরাফিকে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন। তিনি লেখেন, 'শুভ জন্মদিন চ্যাম্প। দিনটির জন্য অনেক শুভকামনা'

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন