জিবিনিউজ24ডেস্ক//
বেশ কয়েকদিন ধরেই গুঞ্জন ছিল সেপ্টেম্বরেই নাকি বিয়ে করছেন ফুকরে তারকা জুটি রিচা চড্ডা ও আলি ফজল।
সর্বভারতীয় একটি সংবাদমাধ্যম জানিয়েছে, ৩০ সেপ্টেম্বর থেকেই শুরু হয়ে যাবে বিয়ের আনুষ্ঠানিকতা। দিল্লিতে বসবে রিচা-আলির বিয়ের আসর। এক সপ্তাহ ধরে চলবে বিয়ের আয়োজন।
২ অক্টোবর দিল্লিতে হবে রিসেপশন পার্টি। এ দফায় বিয়ের আনুষ্ঠানিকতা সেরে মুম্বাইয়ে ফিল্ম ইন্ডাস্ট্রির বন্ধুদের জন্যও থাকবে আলাদা জমকালো পার্টির আয়োজন।
নিমন্ত্রিতের তালিকায় কতজন থাকতে পারে সেই বিষয়টিও ইতোমধ্যেই প্রকাশ্যে এসেছে। বিয়েতে ৩৫০ থেকে ৪০০ জন মতো অতিথি নিমন্ত্রিত থাকতে পারেন বলে শোনা যাচ্ছে।
দিল্লিতে একেবারে ঘনিষ্ট মহল, পরিবার পরিজনকে নিয়েই বসবে বিয়ের আসর। ২০১৯ সালে রিচা আর আলির এনগেজমেন্ট হয়। ২০২০ সালে আনুষ্ঠানিকভাবে বিয়ের পরিকল্পনা করেছিলেন। কিন্তু করোনা পরিস্থিতির জন্য বিয়ের অনুষ্ঠান পিছিয়ে যায়।

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন