ফকিরহাটে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের ৫জন আহত

ফকিরহাট প্রতিনিধি।|
বাগেরহাটের ফকিরহাট উপজেলার পিলজংগ ইউনিয়নের বৈলতলী এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলা পাল্টা হামলায় উভয় পক্ষের ৫জন আহত হয়েছেন। উক্ত ঘটনায় সংশ্লিষ্ট মডেল থানায় উভয়পক্ষ পৃথক পৃথক ভাবে লিখিত অভিযোগ দায়ের করেছেন। জানা গেছে, বৈলতলী গ্রামে রবিবার বিকেল আনুমানিক ৫টায় নাঈম ও সজিব নামের দুই শিশুর সাথে খেলার ছলে মারামারির সৃিষ্টর ঘটনাকে কেন্দ্র করে সজিবের মাতা মুক্তা বেগম ও নাঈমের মাতা নার্গিস বেগম এর মধ্যে বাকবিতম্বার সৃষ্টির এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এরই জের ধরে এদিন সন্ধ্যা ৬টায় মুক্তা বেগমের পক্ষের লোকজন অতর্কিত হামলা চালায় নার্গিস বেগমের পরিবারের উপর। এতে নার্গিস বেগম (৩০), তার স্বামী বারিক শেখ (৪০), কিশোরী কন্যা খাদিজা খতুন (১৪) ও নার্গিসের মাতা খাদিজা বেগম (৫০) আহত হয়। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়। অপরপক্ষের হারুন শেখের স্ত্রী মুক্তা বেগম নামের এক মহিলা আহত হয়েছে বলে জানা গেছে।