পিএনপি চেয়ারম্যান ফিরোজ মোহাম্মদ লিটন বলেন, রাজনীতিতে ভয়াবহ শূণ্যতা চলছে। রাজনীতি এখন ক্রমান্বয়ে অরাজনৈতিকদের হাতে চলে যাচ্ছে। যা দেশ ও জাতির জন্য শুভ হতে পারে না।
বৃহস্পতিবার (০১ অক্টোবর) দলীয় কার্যালয়ে প্রগতিশীল জাতীয়তাবাদী দল-পিএনপি'র ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক সংক্ষিপত্ত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি বলেন, দেশে দুর্নীতি, দুবৃর্ত্তায়ন, নারী ও শিশু নির্যাতন যেন ভয়াবহ ক্যান্সারে রুপ নিয়েছে। এই ক্যন্সার মোকাবেলায় সরকার পরিপূর্ণ ব্যর্থতার পরিচয় দিয়েছে। এই অবস্থায় একটি দেশ ও রাষ্ট্র চলতে পারে না। রাষ্ট্রের কল্যাণে প্রয়োজন নতুন রাজনৈতিক শক্তির। সে লক্ষেই পিএনপিকে কাজ করে যেতে হবে।
সভায় আরো বক্তব্য রাখেন পিএনপি মহাসচিব আলহাজ্ব আহমেদুর রহমান খোকন, ভাইস চেয়ারম্যান তাজুল ইসলাম তাজু, যুগ্ম মহাসচিব মেহেদী হাসান আজগর, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিজান, আইন বিষয়ক সম্পাদক আফরোজা আক্তার ববি, মহিলা বিষয়ক সম্পাদক নাসিমা আক্তার, ছাত্র বিষয়ক সম্পাদক এম এ আরিফ, কেন্দ্রীয় নেতা মো. দেলোয়ার হোসেন, শফিকুল ইসলাম শফিক, মো. নাসির উদ্দিন, মো. দুলাল হোসেন, মো. সবুজ প্রমুখ।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন