ওয়ান পাউন্ড হসপিটালের ফ্রি ফ্রাইডে ক্লিনিকে চিকিৎসাসেবা সম্পন্ন

জিবিনিউজ24 ||
ব্রিটিশ চ্যারিটি প্রতিষ্ঠান ওয়ান পাউন্ড হসপিটালের উদ্যোগে ফ্রি ফ্রাইডে ক্লিনিকে ফ্রিমেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ২৩ ফেব্রæয়ারী শুক্রবার বিশ্বনাথের রামসুন্দর স্কুল মার্কেটে ডাঃমোঃ মাহবুব আলী জহিরের চেম্বারে প্রতিষ্ঠানের সিইও এলার্জী বিশেষজ্ঞ ডাঃ মোঃ শানুর আলীমামুনের সভাপতিত্বে এবং মুক্তিযোদ্ধার প্রজন্ম সভাপতি গীতিকার কবি নজমুল ইসলাম মকবুলেরপরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ এইট ইউ কের চেয়ারম্যানযুক্তরাজ্য প্রবাসী সমাজসেবী ও শিক্ষানুরাগী মনির খান, ভাইস চেয়ারম্যান মাফিজ খান ও সেক্রেটারীএস.আই খান।বক্তারা বলেন, অসহায় জনসাধারনের চিকিৎসাসেবার মহান ব্রত নিয়ে প্রবাসীদের সহযোগিতায়প্রতিষ্ঠিত ওয়ান পাউন্ড হসপিটালের মাধ্যমে ফ্রি চিকিৎসাসেবা পাচ্ছেন দুস্থ অসহায় গরীবরা। এসেবা অব্যাহত রাখতে সকলকেই এগিয়ে আসতে হবে এবং সেবার পরিধি আরও সম্প্রসারন করতে হবে।তারা ওয়ান পাউন্ড হসপিটালের কার্যক্রম উদ্বোধন ও আলোচনা সভা শেষে এর কার্যক্রম প্রত্যক্ষ করেন এবংচিকিৎসাসেবা নিতে আসা একজন গরিব প্রতিবন্ধী রোগীর জন্য বিশ্বনাথ এইট ইউ কের পক্ষ থেকেএকটি হুইল চেয়ার প্রদানের ঘোষনা প্রদান করেন। নেতৃবৃন্দ ওয়ান পাউন্ড হসপিটালের কার্যক্রমের সাথেসংশ্লিষ্ট হতে এর আজীবন সদস্য হওয়ার ঘোষনা দেন এবং সব ধরনের সহযোগিতা প্রদানের আশ্বাষপ্রদান করেন।শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন ফারুক আহমদ। এতে এলাকার বিপুল সংখ্যক গরিব অসহায়রোগীর ফ্রি চিকিৎসাসেবা ও ঔষধপত্র প্রদান করা হয়।