খেলা আসলেই সাকিবের সমস্যা : পাপন

জিবিনিউজ 24 ডেস্ক//

সিনিয়র ক্রিকেটারদের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, তারা টেস্ট খেলবেন নাকি অবসর নেবেন, সেই সিদ্ধান্ত তাদেরই নিতে হবে।

রোববার (৮ মে) বিকেলে রাজধানীর একটি হোটেলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন।

 

সাকিব প্রসঙ্গে নাজমুল হাসান পাপন বলেন, আমরা আসলে নিজেরাই জানি না ও কোনটা খেলবে কোনটা খেলবে না। সাকিবের ব্যাপারটা বলাটা কঠিন। সব ফরম্যাটে সবাই ওকে চায়, কিন্তু ওকে পাওয়াটা কঠিন।

তিনি বলেন, ‘আমরা আসলে নিজেরাই জানি না ও কোনটা খেলবে কোনটা খেলবে না, ওর সাথে আমি যখন কথা বলি আমার মনে হয় ও সবগুলোই খেলতে চায়। কিন্তু আবার যখন খেলা আসে, তখন দেখা যায় ওর সমস্যা। এটা তো অস্বীকার করার উপায়নি। আমি মনে করি যে এই সিদ্ধান্তটা প্লেয়ারদেরকেই নিতে হবে।’

বিসিবি সভাপতি বলেন, 'অলরেডি তো রিয়াদ টেস্ট থেকে সরে আসছে, তামিম টি-২০ খেলছে না, মুশফিক এখনো খেলছে, বাট ওর চিন্তাভাবনা জানা যাবে, ও কি চিন্তাভাবনা করছে, আমরা জানতে পারব। আর আছে সাকিব, সাকিবের ব্যাপারটা আবার এদের কারোর সাথে মেলে না। সাকিবের ব্যাপারটা বলাটা কঠিন। '

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন