এনসিবি’র জিজ্ঞাসাবাদে কেঁদে ফেলেন দীপিকা!

gbn

জিবিনিউজ 24 ডেস্ক //

মাদককাণ্ডে শনিবারই (২৬ সেপ্টেম্বর) বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনকে টানা সাড়ে ৫ ঘণ্টা জেরা করেছে এনসিবি। লাগাতার জেরার মুখে প্রায় ৩ বার কেঁদে ফেলেন দীপিকা। ভারতীয় গণমাধ্যমকে জি নিউজ এক প্রতিবেদন এ তথ্য জানায়।

প্রকাশিত প্রতিবেদন অনুসারে, দীপিকা যখন কাঁদতে শুরু করেন, তখন তাকে এনসিবি’র কর্মকর্তারা জানিয়েদেন, এখানে কান্নাকাটি করে এখানে ‘চিড়ে ভিজবে না’। এখানে ইমোশন নিয়ে খেলার চেষ্টা করবেন না। যা জিজ্ঞেসা করা হবে ‘সত্যি কথা বলবেন’ বলেও দীপিকাকে সাফ জানান তারা।

 

এদিকে শনিবারই জানা গিয়েছিল, মাদক সংক্রান্ত হোয়াটসঅ্যাপ চ্যাট’র কথা এনসিবি’র জেরার মুখে মেনে নিয়েছেন দীপিকা পাড়ুকোন। যে হোয়াটসঅ্যাপ গ্রুপের অ্যাডমিন দীপিকাই ছিলেন বলে জানিয়েছেন তার ম্যানেজার কারিশমা প্রকাশ।

এর আগে ম্যানেজার কারিশমা প্রকাশের সঙ্গে দীপিকায় যে হোয়াটসঅ্যাপ প্রকাশ্যে এসেছিল, তাতে অভিনেত্রীকে ‘মাল’, ‘হাশ’, ‘গাঁজা’ এই শব্দগুলি ব্যবহার করতে দেখা গিয়েছিল।

প্রসঙ্গত, শনিবার দীপিকা ও তার ম্যানেজারকে একসঙ্গে বসিয়ে জেরা করে এনসিবি। তাদের দু’জনের কথাবার্তা অসঙ্গতি রয়েছে বলে জানা যায়।

দীপিকা বেশিরভাগ প্রশ্নের উত্তর ‘হ্যাঁ’ কিংবা ‘না’তেই দেওয়ার চেষ্টা করেন। আর তাতেই বিরক্ত হন এনসিবি’র কর্তারা। তাকে ফের জিজ্ঞাসাবাদের জন্য ডাকবে এনসিবি।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন