Bangla Newspaper

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন নবগঠিত গোপালগঞ্জ পৌর আওয়ামীলীগ

62

গোপালগঞ্জ প্রতিনিধি ||

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন নবগঠিত গোপালগঞ্জ পৌর আওয়ামীলীগ কমিটির নেতৃবৃন্দ। রবিবার দুপুরে নেতৃবৃন্দ টুঙ্গিপাড়ায় যান এবং ফুল দিয়ে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এরপর নেতৃবৃন্দ সেখানে বঙ্গবন্ধুসহ ১৫-আগস্টে নিহত সকল শহীদের আত্মার শান্তি কামনায় ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করেন। এসময় জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সভাপতি চৌধুরী এমদাদুল হক, সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম কাকন, সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও গোপালগঞ্জ পৌর-মেয়র কাজী লিয়াকত আলী (লেকু), পৌর আওয়ামী লীগ সভাপতি ও সাবেক পৌর-মেয়র আলহাজ্জ্ব হাসমত আলী সিকদার (চুন্নু), সহ-সভাপতি গোলাম কবির, সিহাবুদ্দিন সিকদার (ঝুনু) ও সুখরঞ্জন বিশ্বাস, সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক আলী নাঈম খান (জিমি), মোঃ আতিকুর রহমান (পিটু) ও মোঃ ওবায়দুর রহমান, সাংগঠনিক সম্পাদক খায়রুল আমিন খান, ইউ এম রাসেল ও মোঃ সালাউদ্দিন খান, দপ্তর সম্পাদক শাহ্্ রেজা ও কোষাধ্যক্ষ আনিসুর রহমান (সেন্টু) সহ ৭১-সদস্যবিশিষ্ট গোপালগঞ্জ পৌর আওয়ামী লীগ কমিটির নেতৃবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন।

Comments
Loading...