মায়ের চরিত্রে মেহজাবীন

gbn

জিবিনিউজ 24 ডেস্ক//

জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরীকে রোমান্টিক চরিত্রে বেশি অভিনয় করতে দেখা যায়। ঈদ উপলক্ষে নির্মিত ‘মিম্মি’ শিরোনামের একটি একক নাটকে মায়ের চরিত্রে অভিনয় করবেন তিনি।

মেহজাবীন বলেন, আমি সবসময়ই চ্যালেঞ্জ নিতে পছন্দ করি, গল্পটি পড়ার পর আমার কাছে মনে হয়েছে এটা আমার জন্য নতুন এবং চ্যালেঞ্জিং, তাই সম্মতি দিয়েছি। আমি সবসময় নতুন কিছু খুঁজি, যেসব চরিত্রে এখনো আমার কাজ করা হয়ে উঠেনি সেসব চরিত্রে নিজেকে এক্সপ্লোর করতে চাই।

 

গল্পে নির্মিত এ নাটকটিতে ইয়াশ রোহানের বাবার চরিত্রে শাহেদ শরীফ খান এবং তার সৎ মায়ের চরিত্রে দেখা যাবে মেহজাবীন চৌধুরীকে। ফ্যামিলি ড্রামা ঘরানার এ নাটকে রচনা করেছেন ডা. জাহান সুলতানা।

পরিচালক শিহাব শাহীন বলেন, একজন তরুণীর সন্তান জন্ম না দিয়েও মা হয়ে ওঠার গল্প, বন্ধু হয়ে ওঠার গল্প এটি। একজন বয়স্ক মানুষকে ভালোবেসে বিয়ে করা এবং সেখানে সৎ মা হয়ে আসা; এরপর সেই সংসারে নিজের সমবয়সী সন্তানের মা হওয়ার এক জার্নির গল্প। চরিত্রটিতে মেহজাবীন অসাধারণ অভিনয় করেছেন। গল্পটা একটু মজার, দর্শক অন্যরকম কিছু দেখতে পাবেন। আশা করছি, সবার ভালো লাগবে।

নাটকটি নির্মিত হয়েছে সিএমভির ব্যানারে। প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, ঈদে সিএমভির ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে নাটকটি।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন