চড়কাণ্ড : অস্কারে ১০ বছরের জন্য নিষিদ্ধ উইল স্মিথ

gbn

জিবিনিউজ 24 ডেস্ক//

অস্কারে ক্রিস রককে চড় মারার জন্য এবার বিশাল খেসারত দিতে হলো উইল স্মিথকে। অস্কার গালা ও একাডেমির অন্যান্য ইভেন্ট থেকে ১০ বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে তাকে।

এক বিবৃতিতে অস্কার একাডেমি বলেছে ‘৯৪তম অস্কার অগ্রহণযোগ্য এবং ক্ষতিকারক আচরণে ছাপিয়ে গেছে, যা আমরা স্মিথকে মঞ্চে প্রদর্শন করতে দেখেছি।’

 

স্মিথ অবশ্য তার কৃতকর্মের জন্য ক্ষমা চেয়েছেন এবং একাডেমি থেকে পদত্যাগও করেছেন।

অ্যালোপেশিয়ার কারণে স্ত্রীর মাথায় চুল না থাকা নিয়ে রসিকতা করায় রককে চড় মেরেছিলেন উইল স্মিথ। আবার এ ঘটনার এক ঘণ্টারও কম সময় পর ‘কিং রিচার্ড’-এর জন্য সেরা অভিনেতার অস্কার নিতে মঞ্চে উঠতে হয় স্মিথকে।

পদত্যাগের সময় স্মিথ বলেন, ‌‘যে কাজ আমি করেছি, তা অত্যন্ত দুঃখজনক এবং ক্ষমার অযোগ্য। আমি অ্যাকাডেমির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছি। অন্য মনোনীত প্রার্থী ও জয়ীদের আনন্দ করার সুযোগ থেকে বঞ্চিত করেছি। আমি অত্যন্ত দুঃখিত। আমি চাই, অ্যাকাডেমি নিজের মতো করে কাজ এগিয়ে নিয়ে যাক। চলচ্চিত্র জগত আরও সমৃদ্ধ হোক।’

পাশাপাশি তিনি জানান, সময়ের সঙ্গে সঙ্গে সব কিছু বদলাবে। তিনিও চেষ্টা করবেন, ভবিষ্যতে যাতে এমন হিংসাত্মক কাজ থেকে নিজেকে দূরে রাখা যায়।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন