আখাউড়া-আগরতলা রেল প্রকল্পের অগ্রগতিতে হতাশ রেলমন্ত্রী

gbn

জিবিনিউজ 24 ডেস্ক//

আখাউড়া-আগরতলা রেললাইন নির্মাণের অগ্রগতি নিয়ে হতাশা প্রকাশ করেছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।

বৃহস্পতিবার (৭ এপ্রিল) আখাউড়ার শিবনগরে দুই দেশের শূন্য রেখায় রেলপথের কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি হতাশার প্রকাশ করেন।

 

রেলমন্ত্রী বলেন, নির্ধারিত সময়ে জুনের মধ্যে বাংলাদেশ অংশে প্রকল্পের কাজ শেষ করার কথা। কিন্তু বাস্তবতা হচ্ছে ওই সময়ের মধ্যে সেটা হবে না। ঠিকাদার বলেছে জুনের মধ্যে রেললাইন বসানোর কাজ শেষ করতে পারবে। স্টেশন নির্মাণ, সিগনালিংসহ অন্যান্য কাজ ডিসেম্বরের মধ্যে শেষ করতে পারলেও আমরা খুশি হবো। তবে সেটাও না হলে ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

ভারতীয় হাই কমিশনার বিক্রম দোরাইস্বামী বলেন, দুই দেশের প্রধানমন্ত্রী প্রকল্পটি বাস্তবায়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন। বর্ধিত সময়ের মধ্যে কাজ শেষ হবে বলে আশা করছি। কাজের অগ্রগতি দেখার জন্য আমার সহকর্মীরা নিয়মিত এখানে আসছি। প্রকল্পটির কাজ দ্রুত শেষ করার জন্য আমরাও চাপে আছি। সাম্প্রতিক সময়ে বেশ কয়েকবার প্রকল্পটি পরিদর্শন করেছি। আসা করছি শিগগিরই প্রকল্পের কাজ শেষ হবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন রেল মন্ত্রণালয়ের মহা পরিচালক ধীরেন্দ্রনাথ মজুমদার, অতিরিক্ত মহা-পরিচালক কামরুল আহসান, মন্ত্রীর একান্ত সচিব আতিকুর রহমান, ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মো. শাহগীর আলম, পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান, আখাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আবুল কাশেম ভূঁইয়া, ইউএনও রুমানা আক্তার প্রমুখ।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন