সিগারেট থেকে জল– আমরা বাঙালিরা তো সব খাই-স্বস্তিকা

gbn

 জিবিনিউজ 24 ডেস্ক //

সর্বভুক বাঙালি। অতএব সকলেই জেলে যাবে। টুইটারে এভাবেই ব্যঙ্গের ছলে সুশান্ত মামলা নিয়ে মন্তব্য করলেন স্বস্তিকা মুখোপাধ্যায়। সোশ্যাল মিডিয়া বরাবরই নিজের মেজাজে থাকেন স্বস্তিকা।

সুশান্ত মামলার ক্ষেত্রেও তার ব্যতিক্রম হল না। এক নেটিজেন লিখেছিলেন, বাঙালিদের কাছে ‘মাল’ মানে পানীয়। সেই কারণে এবার বাঙালিদের নিয়ে চিন্তিত তিনি। আসলে, যে হোয়াটসঅ্যাপ চ্যাটের সূত্র ধরে দীপিকা পাড়ুকোনকে শনিবার নারকোটিকস কন্ট্রোল ব্যুরো (এনসিবি)র দপ্তরে হাজিরা দিতে হবে, তাতেও অভিনেত্রী ‘মাল’-এর খোঁজই করেছিলেন। আর সেই সূত্রেই ‘মাল’ শব্দের উল্লেখ করেন ওই নেটিজেন। তার টুইট শেয়ার করে স্বস্তিকা আবার লেখেন, ‘আমরা সকলেই জেলে যাব। মাল থেকে মাছ, সিগারেট থেকে জল– আমরা বাঙালিরা তো সব খাই। ’

 

প্রতি মুহূর্তেই সুশান্ত কাণ্ডে নতুন খবর প্রকাশ্যে আসছে। শুক্রবার দীপিকা পাডুকোনের ম্যানেজার কারিশমা প্রকাশকে ম্যারথন জিজ্ঞাসাবাদ করেছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো।

 

শনিবার আবারও কারিশমাকে জিজ্ঞাসাবাদ করা হবে। পাশাপাশি, করণ জোহরের ধর্ম প্রোডাকশনের এক্সিকিউটিভ প্রোডিউসার ক্ষীতিশ রবিপ্রসাদের বাড়িতেও হানা দেয় এনসিবি। সেখান থেকে ক্ষীতিশ ও তার এক মহিলা সঙ্গীকে জিজ্ঞাসাবাদের জন্য নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর অফিসে নিয়ে যাওয়া হয়। ধর্ম প্রোডাকশনের সহকারী পরিচালক অনুভব চোপড়াকেও জিজ্ঞাসাবাদ করা হয়। শিরোমণি আকালি দলের নেতা মনজিন্দের সিং সিরসা দাবি করেন, খুব শিগগিরই ২০১৯ সালের ‘ড্রাগ পার্টি’র জন্য করণকেও সমন পাঠাবে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। শুক্রবার NCB অফিসে গিয়ে বয়ান দিয়েছেন রাকুলপ্রীত সিং। বিশেষ তদন্তকারী দলকে দেওয়া রাকুলের বয়ান অ্যানালাইজ করে আদালতে পাঠানো হবে বলে জানিয়েছেন ডিরেক্টর জেনারেল মুথা অশোক জৈন।

এদিকে সুশান্ত মামলার গতিপ্রকৃতি নিয়ে অসন্তোষ জাহির করেছেন অভিনেতার বাবার আইনজীবী বিকাশ সিং। জানান, সুশান্তের পরিবার মনে করছে তার মৃত্যুর মামলাকে অন্য পথে ঘোরানো হচ্ছে। ফের দাবি করেন, AIIMS-এর চিকিৎসক তার কাছে স্বীকার করেছেন শ্বাসরোধের ফলে সুশান্তের মৃত্যু হয়েছে। অথচ সিবিআই এ বিষয়ে এখনো পর্যন্ত কোনো বিবৃতি জারি করেনি। ধীর গতিতে মামলা এগোচ্ছে বলেও অসন্তোষ প্রকাশ করেন বিকাশ সিং। শিব সেনা নেতা সঞ্জয় রাউত আবার বলেন, নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর কাজ মাদক পাচার রোখা। তা না করে বলিউডের একের পর এক তারকাকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠাচ্ছে।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন