ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ প্রেম প্রস্তাব প্রত্যাক্ষান করায় গত মাসে ধাপের হাট ছাইগাড়ী রাস্তা থেকে ফিল্মি ষ্টাইলে কলেজ ছাত্রী আয়েশা সিদ্দিকা আখি কে ৭/৮ জন জোর পৃর্বক অপহরন করে নিয়ে যায়, মামলা তদন্ত কারী কর্মকর্তা ধাপের হাট পুলিশ তদন্ত কেন্দ্রের সু দক্ষ ইনচার্জ সেরাজুল হক ২৪ ঘন্টার মধ্যেই উন্নত তথ্য প্রযুক্তির মাধ্যমে পীরগন্জ এলাকা হতে ভিকটিম কে উদ্ধ্যার করে এসময় অপহরন কারীরা পালিয়ে যায়,এরই সুত্র ধরে গতকাল দুপুরে অপহরণের সাথে সরাসরি জড়িত আসামি মোঃ আশরাফুল ইসলাম(৪২) পিতাঃ মোঃ ইদ্রিস আলী সাং বাজেকাশিমপুর থানা পীরগঞ্জ জেলা রংপুরকে গ্রেফতার করছেন পুলিশ। তদন্তকারী কর্মকর্তা সেরাজুল হক সত্যতা স্বীকার করে জানান আলোচ্য মামলার ঘটনার সাথে আসামী আশরাফুল সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছে।

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন