আর বাবা হয়ো না, সাইফকে কারিনা

gbn

জিবিনিউজ 24 ডেস্ক//

অমৃতা সিং এর সঙ্গে বিচ্ছেদের পর কারিনা কাপুরকে বিয়ে করেন বলিউড অভিনেতা সাইফ আলি খান। দুই সংসারে চার সন্তান রয়েছে তার। গুঞ্জন উঠেছে পঞ্চমবারের মতো সন্তানের বাবা হতে চলেছেন তিনি।

গণমাধ্যমে এই বিষয়ে কারিনা বলেন, সাইফ প্রত্যেক দশকেই সন্তানের বাবা হয়েছে। কুড়ি, তিরিশ, চল্লিশ, পঞ্চাশ প্রত্যেক বয়সেই ওর সন্তান আছে। আমার মনে হয় না ষাট বছর বয়সে ও আবার বাবা হতে চাইবে। নিজের কাজ সামলে চার সন্তানকে ঠিক মতো সময় দেওয়ার পরে সাইফ আর নতুন করে সন্তান চাইবে না।

 

এ অভিনেত্রী আরো বলেন, প্রথম দুই সন্তান সারা আলি খান এবং ইব্রাহিম খানের সাথে সাইফের সম্পর্ক বন্ধুর মতো। বড় হয়ে অনেক কথাই দুই ছেলে-মেয়ে বাবার সঙ্গে শেয়ার করে। কিছু কথা নাকি গোপনও করে। কৈশোরে এমনটা হবেই। সারা আর ইব্রাহিম যে সব কথা যে বাবাকে বলতে পারবে না, তা সাইফ বোঝেও।

তৈমুর আর জে-কে নিয়ে বেবো বলেন, তৈমুর ঠিক বাবার মতো হয়েছে। বাবা তার সবচেয়ে কাছের বন্ধু। আর শুটিং না থাকলে সাইফ ছোট ছেলেকে সময় দেওয়ার চেষ্টা করে।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন