অস্কার জিতলেন বধির অভিনেতা

gbn

জিবিনিউজ 24 ডেস্ক//

পার্শ্ব চরিত্রে সেরা অভিনেতা হিসেবে চলচ্চিত্রের সবচেয়ে সম্মানজনক পুরস্কার অস্কার জিতলেন ট্রয় কাটসার। অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের ইতিহাসে প্রথমবারের মতো কোনো বধির অভিনেতা এই পুরস্কার পেলেন।

‘কোডা’ সিনেমায় অনবদ্য অভিনয়ের স্বীকৃতিস্বরূপ এই পুরস্কার পেয়েছেন ট্রয়। সিনেমায় একজন জেলে চরিত্রে অভিনয় করেন ৫৩ বছর বয়সী এ অভিনেতা। এটি পরিচালনা করেছেন সিয়ান হেডার।

 

১৯৬৮ সালে যুক্তরাষ্ট্রের আরিজোনায় জন্মগ্রহণ করেন ট্রয়। তিন দশকের বেশি সময় ধরে থিয়েটার, টেলিভিশন ও সিনেমায় অভিনয় করছেন তিনি। মঞ্চে ‘অব মাইস অ্যান্ড মেন’, ‘আ স্ট্রিটকার নেমড ডিজায়ার’ কিংবা ব্রডওয়ে প্রযোজনা ‘বিগ রিভার: দ্য অ্যাডভেঞ্চার অব হাকলবেরি ফিন’ করে বেশ প্রশংসা কুড়িয়েছেন এ অভিনেতা। স্টার ওয়ারস টেলিভিশন সিরিজেও দেখা গেছে তাকে।

বধির অভিনয় শিল্পীর অস্কার জেতায় অবশ্য ট্রয় কাটসার প্রথম নন। এর আগে একজন বধির শিল্পী অস্কার জিতেছিলেন। তিনি ছিলেন অভিনেত্রী মার্লি ম্যাটলিন। ১৯৮৭ সালে ‘চিলড্রেন অব আ লেজার গড’ সিনেমায় অভিনয়ের জন্য অস্কার জেতেন তিনি।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন